Pataliputra Politics: সংঘের ‘দুর্গা’ মমতা জানেন পাটনায় বিরোধী বৈঠক নিস্ফলা হবেই

প্রসেনজিৎ চৌধুরী: পাটলিপুত্রের রাজনীতি (Pataliputra Politics) তথা বিহার বরাবর ভারতকে দিশা দেখিয়েছে। প্রাচীন ইতিহাসের কথা নয়, আধুনিক ভারতের সবথেকে রাজনৈতিক গুরুত্বপূর্ণ বাঁক নেওয়া মুহূর্তটি ছিল…

mamata_RSS

প্রসেনজিৎ চৌধুরী: পাটলিপুত্রের রাজনীতি (Pataliputra Politics) তথা বিহার বরাবর ভারতকে দিশা দেখিয়েছে। প্রাচীন ইতিহাসের কথা নয়, আধুনিক ভারতের সবথেকে রাজনৈতিক গুরুত্বপূর্ণ বাঁক নেওয়া মুহূর্তটি ছিল ইন্দিরা শাসনে জরুরি অবস্থার বিরোধী রাজনৈতিক দলগুলির একজোট হওয়া। পাটনায় সেই জোট গঠন হয়েছিল ১৯৭৫ সালে। বাবু জয়প্রকাশ নারায়ণের বিশাল ব্যক্তিত্বের ছায়ায় বাকিরা স্থান পেয়েছিলেন। ভারত প্রথমবার অকংগ্রেসি জনতা সরকার গঠিত হয়েছিল। খুবই তাৎপর্যপূর্ণ, সেই পাটনাতেই আবারও এক মহাজোট বৈঠক।

বিতর্কিত জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল ১৯৭৫ সালের ২৫ জুন। সেই বর্ষপূর্তির একদিন আগে বিরোধীদের মহা-বৈঠক। পাটনায় বৈঠকের আগেই ‘একের বদলে এক’ জোট সূত্র দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ, এই মমতাকেই একদিন দেশবাসী দেখেছিলেন আধুনিক ভারতে গণতন্ত্র পুনরুদ্ধারকারী প্রধান নেতা জয়প্রকাশ নারায়ণের গাড়ি ঘিরে বিক্ষোভ করতে। জয়প্রকাশের দুই শিষ্য নীতীশ কুমার ও লালুপ্রসাদ একথা মনে রেখেছেন।

প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের বিরুদ্ধে এক প্রার্থীর তত্ত্ব এনেছেন তা তিনি নিজে পালন করতে তৈরি? পশ্চিমবঙ্গে তিনি কতগুলো লোকসভা আসন কংগ্রেসকে ছাড়বেন? তাঁর সাথে সিপিআইএমের আদায় কাঁচকলা সম্পর্ক। কারণ, বাংলার মসনদ থেকেই বাম সরকারকে উচ্ছেদ করেছেন মমতা। সেই নিরিখে মমতার সাথে কোনও আসন সমঝোতার সম্ভাবনা নেই সিপিআইএমের। ফলে পাটনায় বিজেপি বিরোধী দলগুলির মহাচিন্তন বৈঠকের রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে এই বৈঠক হবে নিস্ফলা।

‘বারো রাজপুতের তের হাঁড়ি’ প্রবাদবাক্যটি বহু পুরনো রাজপুতনার রাজনীতির অঙ্গ। দিল্লির পাঠান-মোগল হুকুমদারি মসনদের বিরুদ্ধে বারবার তলোয়ার তুলে নিলেও কোনওদিন সমগ্র রাজপুতনা এক হতে পারেনি। রক্তাক্ত কলেবরে বীরত্বের রাজতিলক মাথায় নিলেও রাজপুতদের এক করা যায়নি। ভারতীয় রাজনীতির দিল্লি বিরোধী এই ধারা শতাব্দীর পর শতাব্দী বহমান। বিরোধীদের পারস্পরিক সংঘাত কাটিয়ে এক হওয়া যে অসম্ভব তা বিলক্ষণ জানে কেন্দ্রের মোদী সরকার। আর জানেন বিরোধী দলগুলির নেতারা। জানেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁকে নিয়েই রাজনৈতিক মহলে সর্বাধিক আলোচনা, তিনি বিজেপি বিরোধী কম মোদী বিরোধী বেশি। পশ্চিমবঙ্গে টানা সাড়ে তিন দশকের বাম শাসন উপড়ে ফেলার পর মমতাকে দেবী দুর্গা বলে চিহ্নিত করেছিল বিজেপির মেরুদণ্ড সংঘ পরিবার। ফলে মমতার ভূমিকা নিয়েই বিরোধী মহলে বড়সড় প্রশ্ন।