Calcutta League: প্রকাশিত হল কলকাতা লিগের দুটি রাউন্ড সূচি, কবে খেলবে কোন প্রধান?

বহু জল্পনার অবসান ঘটিয়ে এবার কলকাতা লিগের সূচি (Calcutta League Schedule) প্রকাশ করল ফুটবল ফেডারেশন। অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে চলতি মাসের ২৫ তারিখ…

Calcutta Football League: IFA is sending a letter to Mohun Bagan

বহু জল্পনার অবসান ঘটিয়ে এবার কলকাতা লিগের সূচি (Calcutta League Schedule) প্রকাশ করল ফুটবল ফেডারেশন। অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে চলতি মাসের ২৫ তারিখ থেকেই শুরু হয়ে যাবে লিগ। সেইমতো ওই একই দিন থেকেই শুরু হচ্ছে ময়দানের এই ফুটবল টুর্নামেন্ট। প্রথম দিনেই রাখা হয়েছে সার্দান সমিতির সঙ্গে স্প্যানিশ কোচ কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির খেলা। যেটি অনুষ্ঠিত হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। কিন্তু কবে কবে খেলবে কলকাতা ময়দানের তিন প্রধান? তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান।

সূচি অনুযায়ী দেখলে বাকি দুই প্রধানের আগেই নিজেদের অভিযান শুরু করছে মোহনবাগান সুপারজায়ান্টস। আগামী ৫ ই জুলাই পাঠচক্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। যেটি অনুষ্ঠিত হবে নৈহাটি স্টেডিয়ামে। সম্ভবত দুপুর তিনটে বেজে তিরিশ মিনিট থেকে শুরু হবে খেলা। তারপরের দিন অর্থাৎ ৬ ই জুলাই নিজেদের ঘরের মাঠেই প্রথম ম্যাচ খেলতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের প্রথম প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব। সেই সাড়ে তিনটে থেকেই শুরু হবে তাদের খেলা। একেবারে সবার পরে খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। নিজেদের ঘরের মাঠেই তারা খেলবে ওয়েস্টবেঙ্গল পুলিশের বিপক্ষে। তারপর আগামী মাসের ১২ তারিখ দ্বিতীয় ম্যাচ খেলবে পড়শী ক্লাব মোহনবাগান।

   

তাদের প্রতিপক্ষ হতে চলেছে টালিগঞ্জ অগ্ৰগামী। যেটা খেলা হবে বারাকপুর স্টেডিয়ামে। একই সময় অর্থাৎ তিনটে বেজে তিরিশ মিনিটে শুরু হবে সেই খেলা। সেই দিনেই ফের নিজেদের ঘরের মাঠে ক্যালকাটা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে মেহরাজউদ্দিন ওয়াডুর সাদা-কালো ব্রিগেড। ঠিক তার পরের দিন অর্থাৎ ১৩ তারিখ রেনবো এফসির বিপক্ষে নিজেদের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল ক্লাব। যেটি অনুষ্ঠিত হবে লাল-হলুদের ঘরের মাঠে।