রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার অগ্নিগর্ভ (Ram Navami Violence )হয়ে ওঠে হাওড়ার শিবপুর। ঘটনায় তদন্তভার হাতে তুলে নিয়েছে সিআইডি। গত দুই দিন অশান্তির পর শনিবার সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে শিবপুর এলাকা (Shibpur in Howrah) একাধিক জায়গায় চলছে মাইকিং প্রচার। জানা গেছে, বৃহস্পতিবারের পর শুক্রবার সন্ধ্যে বেলা থেকে জিটি রোডে যান চলাচল শুরু হয়।
শনিবার সকাল থেকে একাধিক দোকানপাট ও শপিং মল খুলতে শুরু করেছে। বাজার বসছে রাস্তা সংলগ্ন এলাকায়। এখনও একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা। যাতে কেউ না জমায়েত করে সেকারণেই সকাল থেকে চলছে মাইকিংয়ে প্রচার। এলাকায় টহল দিচ্ছে ব়্যাফ। কিছু এলাকায় এখনও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুরর ফজির বাজারের পিএম বস্তি এলাকা। মিছিলও চলাকালীন জিটি রোডের ওপরেই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এমনকি বন্দুক অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনকি ভাঙচুর চলে একাধিক গাড়িতে।
শুক্রবার ঘটনাটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ধর্ম কখনও অশান্তিকে প্রশয় দেয় না। ধর্ম শান্তির কথা বলে, মানবিকতার কথা বলে। যে ঘটনা ঘটেছে এটায় বিজেপি প্ল্যান ছিল। বিজেপি একাধিক সংগঠন রয়েছে, এদের প্ল্যান ছিল যেমন করে হোক দাঙ্গা লাগানো। বিজেপি গতকাল দেশের প্রায় ১০০ টি জায়গায় এভাবে দাঙ্গা লাগিয়েছে। হাওড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। কারণ, আমি এটা বারবার বলে দিয়েছিলাম, ওই রুটে যাতে মিছিলও না ঢোকে বারবার বলে দিয়েছিলাম। তা সত্ত্বেও বেশ কিছু ক্রিমিনালরা বন্দুক, বুলডোজার নিয়ে গিয়ে হামলা করেছে। যেমস্ত জায়গায় সংখ্যালঘুদের বাস সেখানেই হামলা চালানো হয়েছে।
ঘটনাটি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনাটি নিয়ে কড়া মন্তব্য করেন রাজ্যপাল।