শত্রুঘ্ন প্রার্থী হতেই বিহারীদের ‘বিমারি’ বলে কটাক্ষ তৃণমূল বিধায়কের

উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল। যিনি আগে বিজেপির সাংসদ এবং মন্ত্রী ছিলেন। ওই বিহারের বাসিন্দাকে রাজ্যে প্রার্থী করায় শুরু…

উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল। যিনি আগে বিজেপির সাংসদ এবং মন্ত্রী ছিলেন। ওই বিহারের বাসিন্দাকে রাজ্যে প্রার্থী করায় শুরু হয়েছে বিতর্ক। জয় বাংলা স্লোগান দিয়ে ক্ষমতায় আসা তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। এরই মাঝে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বিহারীদের ‘বিমারি’ বলে কটাক্ষ করলেন।

সম্প্রতি কলকাতা বইমেলায় বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এক বক্তব্যের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে কড়া ভাষায় বিহারের বাসীন্দাদের সমালোচনা করেছেন মনোরঞ্জনবাবু। সেই সঙ্গে বিহারীদের উপহাস করেও মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি বলাগড়ের বিধায়ক বলেছেন, “এক বিহারী শো(১০০) বিমারি।” অর্থাৎ একজন বিহারী শত সমস্যার কারণ।

আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে তৃণমূল প্রার্থী করার প্রসঙ্গ তুলে সেই ‘বিতর্কিত’ বক্তব্যের ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, ‘বিহারিবাবু শক্রঘ্ন সিন্‌হার কাছে আমার বিনীত প্রশ্ন, স্যার, তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এই অপমানজনক বক্তৃতা সম্পর্কে আপনি কী অনুভব করেন? আপনার নতুন দলের সহকর্মীর বিহারিদের প্রতি অনুভূতি খুবই স্বচ্ছ।’

যদিও তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী জানিয়েছেন যে ভিডিয়োটি আংশিক। তাঁর বক্তব্যের পুরো ভিডিয়ো পোস্ট করেননি শুভেন্দু। তিনি আরও বলেন, ‘‘বাংলায় বাস করেন এমন অবাঙালি, যাঁরা বাংলাকে অসম্মান করেন না, বাংলার সাহিত্য-সংস্কৃতিকে সম্মান করেন, বাংলার মহিলাদের সম্মানের চোখে দেখেন, তাঁদের কিছু বলার নেই। কিন্তু যাঁরা বাঙালি এবং বাঙালির সাহিত্য-সংস্কৃতির বিরুদ্ধে বিষোদ্গার করেন, তাঁদের মতামত আমাকে পীড়িত করে। আমি যা বলেছি, তা আমার ব্যক্তিগত মত। দলের নয়।’’ তিনি নিজে শত্রুঘ্নের হয়ে প্রচারে আসানসোলে যাবেন বলেও জানিয়েছেন বলাগড়ের বিধায়ক।