Attack On ED: সন্দেশখালিতে রাতেও ইডি অভিযান, একাধিক তৃণমূল সমর্থক আটক

দিনভর উত্তপ্ত সন্দেশখালি। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে তৃণমূল নেতার বাড়ি তল্লাশির আগেই মার খেয়ে রক্তাক্ত (Attack on ED)  হয় ইডি অফিসারদের রক্ষীরা। তীব্র উত্তেজনার মধ্যে…

Attack On ED

দিনভর উত্তপ্ত সন্দেশখালি। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে তৃণমূল নেতার বাড়ি তল্লাশির আগেই মার খেয়ে রক্তাক্ত (Attack on ED)  হয় ইডি অফিসারদের রক্ষীরা। তীব্র উত্তেজনার মধ্যে আরও কেন্দ্রীয় বাহিনী আনিয়ে চলে অভিযান। তল্লাশির সময় হামলায় জড়িত একাধিক তৃণমূল সমর্থক আটক। রাতেও অভিযান চলার ইঙ্গিত।

সন্দেশখালিতে রাতেও ইডি অভিযান। ইডির উপর আক্রমণের জেরে একাধিক তৃণমূল সমর্থককে আটক করা হয়েছে। শুক্রবার সকাল থেকে খবরের শিরোনামে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেরিয়া। রেশন বণ্টন দুর্নীতি মামলায় অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও। সংবাদমাধ্যমের উপরও হামলা হয় খবর সংগ্রহ করতে গিয়ে। রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সরবেরিয়ায়।

জানা যাচ্ছে ইডির উপর হামলার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সকালে যারা ইডি আধিকারিকদের দেখে বিক্ষোভ করছিল, তাদের মধ্যে থেকেই ৫ জনকে আটক করা হয়েছে। আটকরা কী আদৌ তৃণমূল কর্মী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশের উদ্যোগে তাদেরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্যই আটক করা হয়েছে তাদেরকে। কার নেতৃত্বে ইডি আধিকারিকদের গায়ে হাত দেওয়া হল, সঙ্গে সংবাদমাধ্যমের উপর ও হামলা চালানো হল, সেই সব বিষয়ে তদন্ত করার জন্য এই ৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে আরও কিছুজন আটক হতে পারবে। 

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান রেশন দুর্নীতিতে জড়িত এমনই সন্দেহ ইডির। উত্তর ২৪ পরগনা জেলাপরিষদের মৎস্য কর্মাধক্ষ শাহজাহানের অনুগামীরা হামলায় জড়িত। ৫ জন ধৃত। এলাকায় তীব্র উত্তেজনা।

শুক্রবার সকালে সন্দেশখালির সরবেরিয়ায় তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। মাথা ফেটে রক্তাক্ত হন দুই আধিকারিক। কোনওক্রমে দৌড়ে প্রাণে বেঁচেছেন কেন্দ্রীয় গোয়েন্দা ও আধিকারিকরা। পরে হাইওয়ের ধার থেকে বাইক-অটোয় লিফট নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যান তারা। স্বরাষ্ট্রমন্ত্রকে গোটা বিষয়টি জানিয়েছে CRPF আরও সদর দফতরে জানিয়েছে ইডি।

রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শেখ শাহজাহান। তার বিরুদ্ধেই রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি। এর জেরে রাজ্য সরগরম। তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল।

সন্দেশখালির সরবেড়িয়ায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। তবে মূল অভিযুক্ত জেলাপরিষদ মৎস্য কর্মাধক্ষ্য শেখ শাহজাহানের বিষয়ে নীরব তৃ়ণমূল। অন্যদিকে বিরোধী দল বিজেপি ও অন্যান্য বিরোধী আইএসএফ, সিপিআইএম, কংগ্রেসের তরফেও মুখ্যমন্ত্রীকেই নিশানা করা হয়েছে।