Mamata Banerjee: রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা ‘নাটক’ বললেন মমতা

ফের কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ থেকে তিনি বলেন, রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা নিয়ে অযথা নাটক…

ফের কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ থেকে তিনি বলেন, রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা নিয়ে অযথা নাটক করা হয়েছে। মমতা দাবি করেন, পশ্চিমবঙ্গে নয়, বিহারে ভেঙেছে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ।

এদিন বিহার থেকে ন্যায় যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার মুখে রাহুল গান্ধীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তাঁর গাড়ির কাঁচ ভেঙে যায় কীসের আঘাতে তা স্পষ্ট নয়। তবে দেশজোড়া আলোড়ন ছড়ায়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দাবি করেন, বুঝে নিন, কে ভাঙতে পারে।’ তিনি ইঙ্গিতে কটাক্ষ করার পরই সরব মমতা। মালদা সফর শেষে মুর্শিদাবাদ ঢুকেই মমতা বললেন, নাটক করছে। মুখ্যমন্ত্রীর দাবি, বিহারের মাটিতেই ভেঙেছিল রাহুল গান্ধীর গাড়ির কাঁচ।

প্রসঙ্গত, বুধবার দুপুরে বিহার থেকে বাংলার মালদায় ঢোকার সময়েই ঢিল ছুড়ে রাহুলের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। হামলার পর গাড়ি থেকে নেমে আসেন রাহুল গান্ধী। ওই গাড়িতে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, ”আমি গাড়ির ভিতরে ছিলাম। পিছন থেকে কারা ঢেলা ছুড়েছে, দেখতে পাইনি। তবে এখানে প্রতি পদে পদে রাহুলকে বাধা দেওয়া হয়েছে।” এর পর তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ”বুঝে নিন, কারা হামলা চালিয়েছে। আমরা এখানে জানি, অতিথি দেব ভব। কিন্তু বাংলায় রাহুল গান্ধীর যাত্রা ঢোকার পর থেকেই বাধা দেওয়া হচ্ছে। কোচবিহার থেকে শুরু হয়েছে। ”

বিহারে ন্যায় যাত্রা সেরে বুধবার দ্বিতীয়বার বাংলায় ঢুকছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। বুধবার রাহুল গান্ধীর যাত্রা মালদহে ঢোকার পর পরই হামলার অভিযোগ ওঠে। রাহুলের সঙ্গে রয়েছেন অধীর চৌধুরী থেকে কে সি বেণুগোপাল, জয়রাম রমেশ।

প্রথম থেকেই কংগ্রেস অভিযোগ করে আসছিল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বানচাল করার চেষ্টা করা হচ্ছে। সভা করার অনুমতি মিলছে না। ছিঁড়ে দেওয়া হচ্ছে ব্যানার, ফেস্টুন। কংগ্রেস আগেই হামলার আশঙ্কা করে বাংলার প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চিঠি দিয়েছিলেন। তারপরেও বাংলা-বিহার সীমানায় এই হামলা বাংলার আইন শৃঙ্খলার নগ্নরূপ আবার সামনে এনে দিল।