Malda: তৃণমূলের ঘর ভেঙে জেলা নেতাসহ কয়েকশো কর্মী কংগ্রেসে যোগ দিল

গত ৪৮ ঘণ্টায় বীরভূম, দক্ষিণ দিনাজপুরের (Malda) পর এবার মালদহতেও শত শত তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী-সমর্থক দলত্যাগ করলেন৷

TMC and Congress party flags

সাগরদিঘি এফেক্ট আর রাজ্যজুড়ে লাগামছাড়া দুর্নীতির অভিযোগে শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙতে শুরু করেছে৷ রাজ্যের বিভিন্ন প্রান্তেই ঘাসফুল ছেড়ে অন্যদলে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে৷ গত ৪৮ ঘণ্টায় বীরভূম, দক্ষিণ দিনাজপুরের (Malda) পর এবার মালদহতেও শত শত তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী-সমর্থক দলত্যাগ করলেন৷

আরও পড়ুন: Birbhum: মমতা দায়িত্ব নিতেই তৃণমূল ছেড়ে বামে ঢুকলেন শত শত সংখ্যালঘু

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মুখে গঙ্গাতীর মালদহে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস৷ রতুয়ার স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য-সহ কয়েকশো নেতা কর্মী কংগ্রেসে যোগ দিলেন। অন্যদিকে হবিবপুরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মুর।

পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজনীতি ময়দানে রীতিমতো যোগ-বিয়োগের খেলা চলছে। মালদহে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ টিপু সুলতান, বাহারাল গ্রাম পঞ্চায়েতের চার তৃণমূল সদস্য, জেলা নেতা প্রদীপ সাহা-সহ কয়েকশো কর্মী।

Hanuman Jayanti: পুলিশে ‘ভরসা’ হারিয়ে আধাসেনা ঘেরাটোপে বাংলায় হনুমান জয়ন্তী

তৃণমূলত্যাগী প্রদীপ সাহা বলেছেন, ‘পঞ্চায়েতে দুর্নীতি এবং প্রার্থী করার নামে দলের কর্মীদের থেকে টাকা তোলা হচ্ছে। এরই প্রতিবাদে দল ত্যাগ করলাম।’ মহম্মদ টিপু সুলতানের বক্তব্য, চেয়ারম্যান ও সভাপতি পুরনোদের গুরুত্ব দিচ্ছে না। টাকার বিনিময়ে পদ বিক্রি হচ্ছে। তাই কংগ্রেসে যোগদান করলাম। তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগ দেওয়ায় হাত শিবির শক্তিশালী হবে বলেই মনে করছে কংগ্রেস। মালদা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম বলেছেন, ‘মালদায় কংগ্রেস ফের শক্তিশালী হচ্ছে। এর প্রভাব পঞ্চায়েত নির্বাচনে পড়বে’

অন্যদিকে, তৃণমূল এবং পরে বিজেপি হয়ে কংগ্রেসে যোগ দিলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মু। ২০২১-এর বিধানসভা ভোটে তাঁকে হবিবপুর থেকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু তারপরেই শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন। কিন্তু বিজেপি তাঁকে আর প্রার্থী করেনি। পরে তৃণমূলে ফেরার ইচ্ছেপ্রকাশ করলেও, কান দেয়নি শাসকদল। এই পরিস্থিতিতে এবার কংগ্রেসে গেলেন সরলা৷