BJP Trusts Shantanu: ফের বনগাঁয় পদ্ম ফোটাবেন শান্তনু, আস্থা বিজেপির

আব কি বার , চারশো পার’৷ এবারের লোকসভা নির্বাচনে বিজেপির (BJP) স্লোগান৷ অঙ্কটা কঠিন না সহজ তার উত্তর মিলবে ভোটের ফল ঘোষনার পরই৷ তবে আপাতত…

shantanu thakur

আব কি বার , চারশো পার’৷ এবারের লোকসভা নির্বাচনে বিজেপির (BJP) স্লোগান৷ অঙ্কটা কঠিন না সহজ তার উত্তর মিলবে ভোটের ফল ঘোষনার পরই৷ তবে আপাতত সব জল্পনার অবসান । পূর্ব ঘোষীত সিদ্ধান্ত অনুযায়ী শনিবারই গোটা দেশে জুড়ে ১০০ জন প্রার্থীর নাম ঘোষনা করল গেরুয়া শিবির৷

সেই তালিকায় নাম রয়েছে এ বঙ্গের ২০ জন প্রার্থীর৷ পুরোনো নতুন মিলিয়ে তালিকাটা বেশ লম্বা ৷ তালিকায় নাম রয়েছে নিশিথ , সুকান্ত থেকে শুরু করে মতুয়া গড়ের শান্তনু ঠাকুর সহ আরও একাধিক পুরনো মুখের৷ একদিকে মজবুত সংগঠন গড়ার লক্ষ্য অন্য দিকে মতুয়া ভোট নিজেদের ঝুলিতে নিয়ে আসা৷ প্রার্থী তালিকায় সেই ছাপ বেশ স্পষ্ট ৷ কিন্তু এত কিছুর পরে প্রশ্ন এখন একটাই মতুয়া গড়ে শান্তনু ঠাকুর কি ফের পদ্ম ফোটাতে সক্ষম হবেন । জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী শান্তনু৷

মতুয়া অঙ্কে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন তিনি৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কারণ একটাই , শুন্য মাঠ ৷ ফাঁকা মাঠে গোল দেবেন শান্তনু৷ ইতিমধ্যেই প্রধান প্রতিপক্ষ মমতা ঠাকুর কে রাজ্য সভার প্রার্থী করে দিল্লীতে পাঠিয়েছে তৃণমূল৷ আর তাতেই মতুয়া ইস্যুতে বেনিফিট পেতে পারেন শান্তনু ৷কিন্তু নাগরিকত্বের কি হবে? নাগরিকত্ব না পেলে মুখ ফেরাবে মতুয়ারা৷ সেটাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন শান্তনু ৷

তবে যে যাই বলুক গোটা দেশে প্রার্থী একজনই ৷ নরেন্দ্র মোদী ৷ তার নামেই ভোট হবে৷ বলছেন বিজেপির কর্মী সমর্থকেরা ৷ তবে ভোটের তালিকায় তার নাম ঘোষনা হতেই শান্তুনু বলেন , দল আমার ওপর আস্থা রেখেছে। নাগরিকত্ব ইস্যুত মানুষের আস্থা অর্জন করবই৷