ভাঙছে রূপনারায়ণের পাড়, আতঙ্কের পরিবেশে সচেতনতা বাড়াচ্ছে পথনাটক

রূপনারায়ণ নদীতে ভাঙন। গত শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রূপনারায়ণ নদী পাড়ে ভাঙন ধরে। নদী সংলগ্ন দেনান বাজার এলাকায় রাস্তায় দেখা দিয়েছে বড়সড় ফাটল।…

রূপনারায়ণ নদীতে ভাঙন। গত শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রূপনারায়ণ নদী পাড়ে ভাঙন ধরে। নদী সংলগ্ন দেনান বাজার এলাকায় রাস্তায় দেখা দিয়েছে বড়সড় ফাটল। ধীরে ধীরে ধ্বস নামতে শুরু করেছে নদী পাড়ে। রাস্তাঘাটে একাধিক জায়গায় দেখা দিয়েছে ফাটল।

এলাকায় পাশাপাশি বেশ কয়েকটি দোকানেও ফাটল দেখা দিয়েছে। ফলে সেগুলি বন্ধ রাখতে হয়েছে। এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদ্যোগ নিয়েছে। পথনাটকের আয়োজন করা হয়েছে তাদের তরফে। মূলত পরিবেশ সচেতনতা তাগিদেই নাটকের মূল বিষয়। এও দেখানো হয়েছে যে নদীর দু’পাড়ে যেভাবে বেআইনিভাবে হোটেল ও বাড়ি তৈরী হচ্ছে তা অনুচিত। তার বিরুদ্ধে জনস্বার্থ সচেতনতা বৃদ্ধি করতেই এই পথনাটকের আয়োজন।

জানা গিয়েছে এলাকার বিভিন্ন জায়গায় এই পথনাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। তবে সংগঠনের এই উদ্যোগ দেখে যথেষ্ট আপ্লুত এলাকার মানুষ।