কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে এক ধাক্কায় ১৯১১ জনের চাকরি গেছে। মাধ্যমিক পরীক্ষার আগে হাইকোর্টের নির্দেশ ঘিরে বিড়ম্বনায় পড়েছে সরকার (West Bengal government)৷ কারণ, স্কুলগুলিতে গ্রুপ ডি কর্মীর (Group D staff) অভাব দেখা দিচ্ছে ক্রমশ। মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ডিআই বা স্কুল পরিদর্শকদের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷
সাধারণত মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন গ্রুপ ডি কর্মীরা। সেই পদ খালি থাকার কারণে আগামী দিনে বিরাট সমস্যা তৈরি হতে চলেছে। তাই যে সমস্ত স্কুলে গ্রুপ ডি কর্মীদের অভাব রয়েছে, তাদের তালিকা চাওয়া হয়েছে। কীভাবে সমাধান হবে, তা জানানো না হলেও ডিআইদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। সেক্ষেত্রে প্রয়োজনে অন্যান্য স্কুল থেকে গ্রুপ ডি কর্মী এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।
রাজ্যজুড়ে ২৮৫৭টি পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে ৪০০ টিরও বেশি পরীক্ষা কেন্দ্রে গ্রুপ ডি কর্মীর সমস্যা হতে পারে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। যদিও আগে থেকেই স্কুল শিক্ষা দফতরের তরফে এই রিপোর্ট চাওয়া হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে ৩৫৫ টি পরীক্ষাকেন্দ্রে ১ জন করে গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল গেছে৷ আবার কোনও পরীক্ষাকেন্দ্রে দুই জন আবার কোথাও তিন জন করে চাকরি বাতিল গেছে৷
চলতি মাসেই ১৯১১ জন বেআইনিভাবে নিয়োগ হওয়া গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ এমনকি তাঁদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু টাকা ফেরতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা৷ সেখানে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।