Paschim Medinipur: মাওবাদী হুমকি পোস্টারে পুলিশকে হুমকি, গড়বেতায় ধরপাকড়

জঙ্গলমহলের একাধিক জায়গা থেকে মাওবাদীদের পোস্টার পড়ছে। এর জেরে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপি শিবিরে আতঙ্ক। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ৭ টি জায়গা থেকে…

জঙ্গলমহলের একাধিক জায়গা থেকে মাওবাদীদের পোস্টার পড়ছে। এর জেরে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপি শিবিরে আতঙ্ক। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ৭ টি জায়গা থেকে মাওবাদীদের নামে পোস্টার উদ্ধারের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত কয়েকদিন ধরে বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকায় কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও গনগনিতে মাওবাদীদের পোস্টার মেলে। ওই পোস্টারে আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থার দাবি তোলা হয়।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, ধৃতদের মধ্যে ২ জন ঝাড়গ্রাম এবং ৫ জন গড়বেতার বাসিন্দা। ধৃতদের মধ্যে একজনের নাম জয়ন্ত সামন্ত। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।

এদিকে শুক্রবার সকালে সিমলাপাল থানার ভালাইডিহা গ্রামে প্রাচীন রাজবাড়ির সীমানা পাঁচিলে মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার দেখা যায়। পুলিশ জানতে পেরে পোস্টারগুলি ছিঁড়ে দেয়। পোস্টার গুলিতে তৃণমূল নেতা এবং পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কোনও পোস্টারে লেখা কিষেনজি অমর রহে। আবার কোনও পোস্টারে লেখা দুর্নীতিগ্রস্থ নেতা ও পুলিশের মাওবাদীদের হাত থেকে রেহাই নেই। পোস্টারগুলি কারা দিয়েছে? তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।