‘আধুনিক শিলিগুড়ির রূপকার’ অশোকের রাজনৈতিক অবসর নিয়ে জল্পনা

প্রসেনজিৎ চৌধুরী:  শিলিগুড়ি টিএমসি দখলে। মেয়র হতে চলেছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। পুরনিগম ভোটের ফল বলে দিয়েছে শিলিগুড়িবাসী এবার সরকারমুখী। তবে রাজনৈতিক এই…

প্রসেনজিৎ চৌধুরী:  শিলিগুড়ি টিএমসি দখলে। মেয়র হতে চলেছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। পুরনিগম ভোটের ফল বলে দিয়েছে শিলিগুড়িবাসী এবার সরকারমুখী। তবে রাজনৈতিক এই আবহে জল্পনা তীব্র প্রাক্তন মেয়র ও পূর্বতন বাম জমানার পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য এবার কী অবস্থান নেবেন। তিনি নিজ ওয়ার্ডেই পরাজিত।

“কমিউনিস্টরা ভোটের হারে ভাবিত নয়” এই নীতি নিয়েই চলেন অশোকবাবু। তিনি এবার কী করবেন? দলের কাছে আগেই তিনি বার্তা দিয়েছেন, সংগঠনের কাজ করবেন। তবে পুরনিগম ভোটের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরোধে অশোকবাবু বামফ্রন্টের তরফে পুরনিগম ভোটে নেতৃত্ব দান করেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ফলাফল বলে দিয়েছে, সিপিআইএম নেতা ও আধুনিক শিলিগুড়ির রূপকার বলে পরিচিত অশোক ভট্টাচার্য তাঁর নিজের ওয়ার্ডেই পরাজিত। বিধানসভা ভোটে পরাজয় হয়েছিল। এবার পুরভোটেও হারলেন অশোক।

অশোক ভট্টাচার্যের জোট তত্ব আগে সফল হলেও এবার তা কাজে এলো না। শিলিগুড়িতে টানা দশ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি চওড়া। তিনি বিধানসভা ভোটে এই কেন্দ্র দখল করতে পারেননি। বিজেপির দখলে যায় শিলিগুড়ি। তবে পুরনিগম ভোটে চমকে দেওয়া ফল এসেছে শিলিগুড়ি থেকে। নিজের জমানায় বাম জোটের দখলে থাকা শিলিগুড়ি পুরনিগম বারবার গলার কাঁটা হয়েছিল মমতার। সেই অধরা মাধুরী ধরতে পারলেন তিনি।

রাজনৈতিক এই ফলাফল মেনে নিয়েছেন বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য। তিনি ঘনিষ্ঠ মহলে বার্তা দিয়েছেন নিজের পুরনো অবস্থান অর্থাৎ সাংগঠনিক কাজ করার।

শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় তাৎপর্যপূর্ণ আরও এক কারণে,এই পুরনিগম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কেন্দ্রিক। শিলিগুড়ি ভিত্তিক রাজনীতিতে টিএমসির জয় সেই অর্থে বিশেষ আলোচিত।

কিন্তু প্রশ্ন, অশোক ভট্টাচার্য কে ঘিরেই। তাঁর ভবিষ্যত কর্মপন্থা কী হতে চলেছে তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তীব্র।