হেভিওয়েট তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী ও ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে গুলি করে খুনের হুমকি আসার পর রাজনৈতিক মহল সরগরম। ফোন কলের সূত্র ধরে তদন্ত চলছে। পাশাপাশি কৃষ্ণেন্দুবাবুর নিরাপত্তা বলয় দিচ্ছে মালদা জেলা পুলিশ। চাপা আতঙ্ক ইংরেজবাজারে।
বিপুল টাকা চেয়ে ফোন করেছিল ডি কোম্পানি এমনই দাবি করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানান, হুমকিদাতা বলেছে কুড়ি পেটি লাগবে। টাকা না দিলে গুলি করা হবে।
মনে করা হচ্ছে এক পেটি এক লক্ষ টাকার হিসেবে কুড়ি লক্ষ চা়ওয়া হয়েছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুলিশের কাছে ফোন কলের বিস্তারিত তথ্য দিয়েছেন। এরপরই তার নিরাপত্তায় পুলিশি বলয়। ইংরেজবাজার পুরসভাতে থমথমে পরিস্থিতি। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, তিনি পরিবারের নিরাপত্তায় উদ্বিগ্ন।
কৃষ্ণেন্দুবাবু বলেছেন, সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ আমার কাছে ফোন আসে। একজন হিন্দিভাষী নিজেকে ডি কোম্পানি থেকে প্রদীপ বলছি বলে দাবি করে।ও আমাকে বলে আপনাকে মেসেজ করেছি দেখেননি। আমি জানাই না দেখিনি। আমার কাছে কুড়ি পেটি দাবি করে। টাকা না দিলে আমাকে এবং আমার পরিবারকে খুনের হুমকি দেয়।
সম্প্রতি মালদা জেলার অন্যতম তৃণমুল নেত্রী ও বিধায়ক সাবিত্রী মিত্রর উপর হামলা হয়েছিল। পরে তার গাড়ি চালকের উপর হামলা হয়। চালককে এলোপাথাড়ি কোপানো হয়। এবার ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পেলেন খুনের হুমকি। সেই হুমকিদাতা অদৃশ্য। তার দেওয়া সময়সীমা ২১ ফেব্রুয়ারি। সময় যত পার হচ্ছে উদ্বেগ বাড়ছে। জানা গেছে হুমকির বিষয়টি দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।