HomeTop Storiesশিয়ালদা শাখার যাত্রীদের হয়রানি রুখতে রাজ্যকে বিশেষ কী আর্জি রেলের?

শিয়ালদা শাখার যাত্রীদের হয়রানি রুখতে রাজ্যকে বিশেষ কী আর্জি রেলের?

- Advertisement -

পুরোপুরি বন্ধ শিয়ালদার পাঁচটি প্ল্যাটফর্ম। ফলে শুক্রবার থেকে রবিবার শিয়ালদা মেন ও উত্তর শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত। এই পাঁচ প্ল্যাটফর্ম থেকে আপ ডাউনে কোনও ট্রেন চলাচল করছে না। সংস্কার কাজের জন্য বাতিল বহু ট্রেন, অনেকগুলোর যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদা মেন লাইনের ট্রেনগুলির মধ্যে অধিকাংশই এখন দমদম পর্যন্ত চলছে। বনগাঁ এবং হাসনাবাদ শাখার ট্রেনগুলি চলছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। যার দরুন প্রথম দিন থেকেই হাঁসফাঁস অবস্থা যাত্রীদের। প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। এমনকী টিটাগড়ে ট্রেন থেকে পড়ে এক জনের প্রাণহানিও হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় এবার রাজ্য সরকারকে বেশি করে বাস চালানোর অনুরোধ করা হল রেলের তরফে।

ট্রেনে চড়েন, দেখেওছেন ট্রেনের গায়ে লেখা ৫ সংখ্যার কোড! জানেন কী কাজে লাগে?

   

শুক্রবার শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজ্যের পরিবহণ সচিবকে বিশেষ বাস (ফিডার বাস) চালানোর অনুরোধ করেছেন। শুক্রবারের মত ৮ এবং ৯ জুনও ট্রেন চলাচল অনিয়মিত থাকবে শিয়ালদা মেইন ও উত্তর শাখায়। তাই ওই দিনগুলোতে যাতে বিশেষ বাস চালানো যায় তারই অনুরোধ করেছেন শিয়ালদার ডিআরএম।

এইবার মাতৃভূমি লোকালে ওঠার ছাড়পত্র পেলেন পুরুষেরা! জানুন নিয়ম

জানা গিয়েচে, রেলের অনুরোধে সাড়া দিয়েছে পরিহবহণ দফতর। ব্যারাকপুর, শিয়ালদা, দমদম সহ একাধিক রুটে বিশেষ বাস চালানোর পরিকল্পনা করছে পরিবহণ দফতর।

সপ্তাহান্তে অফিসযাত্রীদের ভিড় কিছুটা হলেও কম থাকে, তাই রাজ্য সরকার অতিরিক্ত বা ফিডার বাস চালালে যাত্রী ভোগান্তি খানিকটা কমতে পারে বলে মনে করছে রেল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular