ছুটল বনগাঁ–রানাঘাট AC লোকাল! বিনা টিকিটে উঠলে কত ফাইন লাগবে জানেন?

কলকাতা: শিয়ালদা শাখার ভিড়ভাট্টার রুটগুলির মধ্যে বনগাঁ রুট সবসময়ই পরিচিত। প্রতিদিন ছড়িয়ে থাকা যাত্রীদের ভিড় ও চাপের দৃশ্য যেন নিয়মিত চ্যালেঞ্জ। কিন্তু শুক্রবার সকালে বনগাঁ…

Sealdah Bongaon AC local

কলকাতা: শিয়ালদা শাখার ভিড়ভাট্টার রুটগুলির মধ্যে বনগাঁ রুট সবসময়ই পরিচিত। প্রতিদিন ছড়িয়ে থাকা যাত্রীদের ভিড় ও চাপের দৃশ্য যেন নিয়মিত চ্যালেঞ্জ। কিন্তু শুক্রবার সকালে বনগাঁ রুটে নতুন দিগন্ত খুলল৷  প্রথমবার লাইন ধরে ছুটল এসি লোকাল৷ 

সকালে রানাঘাট থেকে রওনা দিয়ে বনগাঁ হয়ে শিয়ালদার উদ্দেশে যাত্রা শুরু করা ট্রেনটি সকাল ৭টা ৪২ মিনিটে বনগাঁ পৌঁছায়। সঙ্গে সঙ্গে টিকিট কাউন্টারে ভিড় জমতে শুরু করে। যাত্রীদের জন্য নতুন এই যাত্রা স্বাচ্ছন্দ্য এবং শীতল বাতাসের সংমিশ্রণে যেন স্বপ্নপূরণের মতো অভিজ্ঞতা।

   

ভাড়া তুলনামূলকভাবে বেশি

যাত্রীরা জানিয়েছেন, ভাড়া তুলনামূলকভাবে বেশি হওয়ায় কিছুটা আক্ষেপ রয়েছে। শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত টিকিটের সর্বনিম্ন দাম ৩৫ টাকা, সর্বাধিক ১৫০ টাকা। তবে ভিড়ের চাপের মধ্যে পূর্বের যাত্রার তুলনায় ফাঁকা এবং আরামদায়ক ট্রেনে চড়া তাদের কাছে একেবারেই নতুন অনুভূতি।

জরিমানা কত? Sealdah Bongaon AC local

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিনা টিকিটে ধরা পড়লে ২৫০ টাকা জরিমানা সহ ন্যূনতম ভাড়া দিতে হবে। ট্রেনটি প্রতিদিন চলবে বলে জানানো হয়েছে, ফলে বনগাঁ রুটের যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণের নতুন দিগন্ত খুলেছে।

Advertisements

যাত্রীদের একাংশের মত, ভাড়া কমানো হলে এই সুবিধা আরও বেশি মানুষের নাগালে আসবে। বনগাঁ-শিয়ালদা রুটের commuters-এর জন্য এটি নিঃসন্দেহে আনন্দের খবর।

West Bengal: The first AC local train has been launched on the Sealdah-Bongaon route, offering commuters a comfortable journey. The new service, which has a higher fare, aims to ease crowding on one of the busiest lines of the Eastern Railway.