Murshidabad: গঙ্গায় তলিয়ে গেল ৩ স্কুলপড়ুয়া। একজন উদ্ধার, বাকিদের চলছে খোঁজ

মঙ্গলবার মর্মান্তিক ঘটনা ঘটল মুর্শিদাবাদের ধূলিয়ানে। স্নান করতে নেমে তলিয়ে গেল তিন স্কুলপড়ুয়া। একজনকে উদ্ধার করা গেলেও, বাকি দুজনকে করা যায়নি। ঘটনাটি ঘটেছে ধূলিয়ানের কাঞ্চনতলা গঙ্গাঘাটে। গঙ্গায় তলিয়ে গিয়েছে ১২ বছরের রোহন শেখ এবং ১৩ বছরের মোজাহিদ শেখ।

জানা গিয়েছে যে রোহন এবং মোজাহিদের বাড়ি বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার হিজলতলা গ্রামে। তারা দুজনেই কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউশনে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। এদেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় ডুবুরি টিমকে।

   

পঞ্চায়েত মিটে গিয়েছে। তবে এখনও রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাহিনী থাকায় বন্ধ রয়েছে স্কুল। তবে বিষয়টি না বুঝেই স্কুলে পড়তে আসে তারা। স্কুল বন্ধ দেখে তারা গঙ্গার ধারে খেলতে চলে যায়। জানা যাচ্ছে গঙ্গার ধারে স্কুলের ব্যাগ রেখে তারা স্নান করতে নেমেছিল গঙ্গায়। এরপরই তারা তলিয়ে যায়।

ঘটনার পর এলাকাই রীতিমত শোরগোল পড়ে যায়। স্থানীয় এক মাঝির সাহায্যে নাজিম শেখকে উদ্ধার করা হয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামশেরগঞ্জ থানার পুলিস। ঘটনাস্থলে ছুটে যান ধূলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন