SBSTC-র আন্দোলন প্রত্যাহার

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে SBSTC-র অস্থায়ী কর্মীরা আন্দোলন প্রত্যাহার করলেন। গত ৭দিন ধরে কর্মবিরতির জেরে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চলাচল প্রায় বন্ধ হয়েছিল।…

SBSTC-র আন্দোলন প্রত্যাহার

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে SBSTC-র অস্থায়ী কর্মীরা আন্দোলন প্রত্যাহার করলেন। গত ৭দিন ধরে কর্মবিরতির জেরে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চলাচল প্রায় বন্ধ হয়েছিল। মজুরি বৃদ্ধি ও সমকাজে সমবেতনের দাবিতে আন্দোলন চলছিল।

উৎসবের মাঝে চরম হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। যদিও অবশেষে ৭ দিন পর কর্মবিরতি প্রত্যাহার করলেন SBSTC অস্থায়ী কর্মীরা। জানা গিয়েছে, পুজোর পর আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী। 

এর আগে পরিস্থিতি সামাল দিতে সরকারের তরফে অস্থায়ী কর্মীদের মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়। পরিবহণ মন্ত্রীর আবেদন ছিল দ্রুত কাজে ফিরুন কর্মীরা।

Advertisements

সমকাজে সমবেতন, মাসে ২৬ দিন কাজ, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে কর্মবিরতি শুরু করেছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা। তাঁদের কর্মবিরতির জেরে স্তব্ধ হয় কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির সড়কপথে যাত্রী পরিবহণ। দুর্গা পুজোর মুখে প্রবল বিপত্তি শুরু হয়। বাড়তে থাকে যাত্রীদের ক্ষোভ। কর্মবিরতি প্রত্যাহারের পর উৎসবের আগে স্বাভাবিক হচ্ছে SBSTC বাস চলাচল।