Saugata Roy: সৌগতর সমর্থনে নির্বাচনী প্রচারে সায়ন্তিকা

Saugata Roy

নির্বাচন নিয়ে প্রার্থীরা প্রচারে ব্যস্ত। কেউ করছেন জনসভা কেউ হাঁটছেন মিছিলে। জনসংযোগ বাড়াতে পারলেই মানুষের মন জয় করা যাবে। যার ফল পড়বে ভোটবাক্সে। সেই আশাতেই দিন গুনছেন প্রার্থীরা। সৌগত রায়ের (Saugata Roy) সমর্থনে নির্বাচনী প্রচারে দেখা গেল অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। এর আগে ব্রাত্য বসুও প্রচারে অংশ নিয়েছেন সৌগত রায়ের সমর্থনে।

Advertisements

এদিন কামারহাটি ও বরানগরে নির্বাচনী প্রচারের সময় সায়ন্তিকাকে পাশে পেলেন সৌগত রায়। সায়ন্তিকাকে এবার বরানগর উপনির্বাচনের টিকিট দিয়েছে তৃণমূল। তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার পরই সেখানে উপনির্বাচন ঘোষণা হয়। অন্যদিকে লোকসভা ভোটে টিকিট না পেয়ে অভিমান হয় সায়ন্তিকার। অবশেষে বরানগরের উপনির্বাচনে তাঁকে ভোটে দাঁড় করায় তৃণমূল।

সৌগত রায় মমতা ঘনিষ্ঠ তৃণমূলের সৈনিক বলেই সকলে জানেন। গতবারও তিনি তৃণমূলের পক্ষ থেকে টিকিত পেয়ে লোকসভা নির্বাচনের ময়দানে লড়াই করেন। দমদমের মানুষ তাঁকে সাংসদ হিসেবে মেনে নেয়। ভোটে জয়ী করে। এবার সৌগত রায়ের বিরুদ্ধে দমদম লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনিও দলের প্রচারে ব্যস্ত নিজের নির্বাচনী এলাকায়। মাটি ফিরে পেতে মরিয়া বামেরা।

Advertisements

সৌগত রায় গত পাঁচ বছর মানুষের পাশে থেকে কাজ করেছেন বলেই অভিজ্ঞ মহলের মত। বিশেষ করে কোভিড ও লকডাউনের কঠিন সময়কালে সাংসদ হিসেবে তাঁকে পাশে পেয়েছিল দমদমবাসী। তার কাজ দেখে খুশি তৃণমূল নেতৃত্বও। এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী সৌগত রায়কে দমদমের মানুষ ভোটবাক্সে বেছে নায় কিনা সেটাই এখন দেখার।