Saradha Scam: সারদা আর্থিক কেলেঙ্কারিতে শুভেন্দুর চিন্তা বাড়িয়ে জনস্বার্থ মামলা

সারদা কর্তা সুদীপ্ত সেনের দাবি, তাঁর কাছ থেকে বারবার টাকা দাবি করতেন শুভেন্দু অধিকারী। ব্ল্যাক মেল করতেনও। তৎকালীন তৃণমূল এখন বিজেপির বিধায়ক শুভেন্দুর অধিকারীর সঙ্গে…

Saradha Scam

সারদা কর্তা সুদীপ্ত সেনের দাবি, তাঁর কাছ থেকে বারবার টাকা দাবি করতেন শুভেন্দু অধিকারী। ব্ল্যাক মেল করতেনও। তৎকালীন তৃণমূল এখন বিজেপির বিধায়ক শুভেন্দুর অধিকারীর সঙ্গে সারদা আর্থিক (Saradha Scam) কেলেঙ্কারির সম্পর্ক সিবিআই খতিয়ে দেখুক এই মর্মে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলো। বুধবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সোমবার এই মামলার শুনানি হবে।

সম্প্রতি সুদীপ্ত সেনের সংক্ষিপ্ত বক্তব্যের ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে সুদীপ্ত সেনকে বোলতে শোনা যাচ্ছে, সিবিআই ডিরেক্টরকে যে দ্বিতীয় চিঠি পাঠিয়েছেন এখানে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। কতবার আপনার কাছ থেকে টাকা নিয়েছে? সাংবাদিকের প্রশ্নের জবাবে সুদীপ্ত সেন বলেন বহুবার। আমি সবটাই জানিয়েছি। এরপরেই সাংবাদিকের প্রশ্ন, টাকাপয়সার জন্য কি তাঁকে কোনও চাপের মুখে পড়তে হয়েছিল। এবারও সারদাকর্তা বলেন, আমায় ব্ল্যাকমেল করত। কেন টাকা নিয়েছিলেন শুভেন্দু? সুদীপ্ত সেনের জবাব, একটা জমির বিষয় ছিল আর একটা স্যাংশন প্ল্যানের ব্যাপার ছিল।

সুদীপ্ত সেনের অভিযোগ, কাঁথি পুরসভায় বহুতল নির্মাণের টাকা নিয়েছিলেন শুভেন্দু। লক্ষ লক্ষও টাকা খরচ করে লেবার হাট তৈরি করেছিলেন তিনি। কিন্তু পুরসভায় বহুতলের প্ল্যান পাশ করেননি শুভেন্দু। পরিবর্তে ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন।

সুদীপ্ত সেনের বক্তব্য, শুভেন্দু অধিকারী অনেকভাবে টাকা তুলেছে। কন্টাইতে আমাদের একটা হাইরাইজ করার জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলাম। সমস্ত কাজকর্ম করালেন। লেবার হাটের কাজ যখন শেষ করলাম তারপরেও তিনি আমাদের প্ল্যান পাশ করাননি। অভিযোগ, এর আগেও ৯০ লক্ষও টাকা নিয়েছেন শুভেন্দু। এমনকি শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ তোলেন তিনি।

শুভেন্দুর অভিযোগ তোলার পাশাপাশি এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ তুলেছেন সদ্য তৃণমূলে যোগদানকারী মুকুল রায়ের বিরুদ্ধে।

এই ইস্যুকেই হাতিয়ার করেই আন্দোলনে নামে তৃণমূল। সিবিআই দফতর, কাঁথি সহ রাজ্যের তিন জায়গায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। কেন শুভেন্দুকে গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন তোলে তৃণমূল। এবার শুভেন্দুর ভূমিকা খতিয়ে দেখার জন্য মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।