East Bengal Club : ক্লাবকে নিয়ে মন্তব্য করলেন দলের একমাত্র বিদেশি

অপেক্ষায় রয়েছেন ইভান গঞ্জালেজ। নতুন মরসুমে নতুন ক্লাব ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সি পরে মাঠে নামার জন্য তিনি উদগ্রীব। বুধবার সামাজিক মাধ্যমে খোলাখুলি জানিয়েছেন নিজের মনের…

ivan gonzalez

অপেক্ষায় রয়েছেন ইভান গঞ্জালেজ। নতুন মরসুমে নতুন ক্লাব ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সি পরে মাঠে নামার জন্য তিনি উদগ্রীব। বুধবার সামাজিক মাধ্যমে খোলাখুলি জানিয়েছেন নিজের মনের কথা।

আগামী মরসুমের আগে এখনও পর্যন্ত মাত্র একজন বিদেশি ফুটবলারকে নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল ক্লাব। তিনি ইন্ডিয়ান সুপার লিগ খেলা হাইপ্রোফাইল বিদেশি ইভান গঞ্জালেজ। এপ্রিল মাসের শেষের দিকে তাঁকে নিশ্চিত করা হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। এখন জুলাই মাসের মাঝমাঝি সময়। ইভান জানেন না কবে লাল হলুদ জার্সি পরে মাঠে নামতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, “I hope that everything is resolved quickly and soon I can be with the east bengal shirt. As you all know, I am a player from East Bengal and I hope to be able to play for you for many years.” অর্থাৎ, তিনি বলেছেন- আশা করছি সবকিছু তাড়াতাড়ি মিটে যাবে এবং আমি ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে মাঠে নামতে পারবো। যেমনটা আপনারা সবাই জানেন যে আমি ইস্টবেঙ্গলের ফুটবলার এবং এই ক্লাবের হয়ে বেশ কয়েক বছর খেলতে পারবো বলেও আশা করছি।”

২০২০ সালে ভারতীয় ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইভান গঞ্জালেজ। পরপর দু’টি মরসুম তিনি খেলেছিলেন ফুটবল ক্লাব গোয়ার হয়ে। আবির্ভাবেই নজর কেড়েছিলেন তিনি। গোয়ার হয়ে খেলেছিলেন চল্লিশের কাছাকাছি ম্যাচ। গোলও করেছিলেন। এরপর তাঁর লাল হলুদ জার্সি পরে মাঠে নামার কথা রয়েছে। পেশাদার ফুটবল কেরিয়ারের শুরুর দিকে তিনি খেলেছিলেন রিয়াল মাদ্রিদের সি দলের হয়ে।