মোদীর মুখে সারদা মায়ের প্রসঙ্গ, সেই সারদা মাকে নিয়েই কার্টুন বাংলা-বিজেপির

BJP's Bengali Cartoon Sparks Controversy

বারাসাতে বিজেপি মহিলা মোর্চার ‘নারী শক্তি বন্দনা’ মঞ্চে বাংলার নারীদের নিয়ে সোচ্চার হন নরেন্দ্র মোদী। মোদীর কণ্ঠে শোনা যায় বাংলার নারীদের বন্দনা। এদিনের ভাষণে মোদী জানান, বাংলার মাটিতে সমৃদ্ধ করেছে ভগিনী নিবেদিতা, রাসমণি সরলা দেবীরা। নারীরা বিভিন্ন পরম্পরা ভেঙেছে। তার দাবি, তৃণমূল সেই বাংলার মহিলাদের সম্মান দেয় না। উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ। সন্দেশখালি থেকে তৃণমূলের শেষের শুরু বলেও তোপ দাগেন মোদী। মোদীর কথায়, তৃণমূলকে শেষ করতেই পথে নেমেছে বাংলার নারীশক্তির।

পাল্টা তৃণমূলের তরফেও শানানো হয় আক্রমণ। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মন্তব্য, ‘মোদী জি আপনি পার পাবেন না। আপনি বাংলায় দাঁড়িয়ে নারীদের কথা বলছেন, আর বঙ্গ বিজেপি মা সারদাকে নিয়ে কার্টুন বানাচ্ছে। বাংলার মানুষ এই অপমান মেনে নেবে না ‘

   

মোদীর বক্তৃতার পরই তৃণমূলের তরফে প্রশ্ন রাখা হয় মোদীর কাছে। লোকসভায় বিজেপির প্রার্থী তালিকায় কেনো মাত্র ১৩ শতাংশ মহিলাকে অগ্রাধিকার? কুস্তিগিরদের যৌন হয়রানি অভিযোগে অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে কেনো কোনও ব্যবস্থা নয়?

শুধু তাই নয়, মোদী আজ বারাসাতের মঞ্চে মহিলা হেল্প লাইন এর কথা বলেন। মহিলারা যেখানেই বিপদে পড়বেন হেল্প লাইন নম্বরে কল করতে হবে। তৃণমূলের সুস্মিতা দেবের প্রশ্ন, দিল্লির রাস্তায় যখন পুলিশ কুস্তিগীর দের পেটাচ্ছিল তখন কথায় ছিল আপনার হেল্প লাইন?

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন