Laxman Sivaramakrishnan: অসম্মান করেছেন অশ্বিন! প্রাক্তন ক্রিকেটারের বিস্ফোরক অভিযোগ

প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন (Laxman Sivaramakrishnan) অতীতে ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সমালোচনা করেছিলেন। বুধবার প্রাক্তন লেগ স্পিনার আরও একবার অশ্বিনের বিরুদ্ধে করেছেন বিস্ফোরক মন্তব্য।…

Laxman Sivaramakrishnan Criticizes Ashwin

প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন (Laxman Sivaramakrishnan) অতীতে ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সমালোচনা করেছিলেন। বুধবার প্রাক্তন লেগ স্পিনার আরও একবার অশ্বিনের বিরুদ্ধে করেছেন বিস্ফোরক মন্তব্য। তাঁর বক্তব্য, প্রাক্তন ক্রিকেটারকে যথাযথ সম্মান দিচ্ছেন না অশ্বিন।

৫৮ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শততম টেস্টের শুভেচ্ছা জানাতে কয়েকবার ফোন করার চেষ্টা করেছি। প্রতিবারই আমার ফোন কেটে দেওয়া হয়েছে। তাঁকে (রবিচন্দ্রন অশ্বিন) মেসেজ পাঠিয়েছি, কোনো রিপ্লাই পাইনি। এই সম্মানই আমরা প্রাক্তন ক্রিকেটাররা পাই।’

‘সম্মান কেবল সংস্কৃতিবান মানুষের কাছ থেকেই আসে। এর আগে অশ্বিনের খেলা সম্পর্কে টুইট করেছিলাম। সেটা সমালোচনা ছিল না, মানুষ যদি এটা বুঝত!’

অতীতে শিবরামকৃষ্ণন অশ্বিনের বোলিংয়ের সমালোচনা করেছিলেন। SENA দেশগুলিতে অশ্বিনের উইকেট নেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। লক্ষ্মণ শিবরামকৃষ্ণন বলেছিলেন, ‘ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনের বিরুদ্ধে লড়াই করছে। কারণ টেস্ট ম্যাচে অশ্বিনের জন্য ভারতের পিচ ডক্টর করা হয়। SENA কান্ট্রিতে তাঁর রেকর্ড দেখুন।’

তিনি আরও দাবি করেছিলেন, ২০১১ সাল নাগাদ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের হয়ে না খেললে অশ্বিনকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য আরও অপেক্ষা করতে হত। ‘সিএসকে ও এমএসডি না থাকলে ওঁকে আরও অপেক্ষা করতে হত। কারণ হরভজন সেই সময় দুর্দান্ত বোলিং করছিলেন।’