Sangyog Yatra: তৃণমূলের গোপন ব্যালটে ভোট সিপিএমের!

Sangyog Yatra in Murshidabad TMC Sparks Controversy with Secret Ballot Vote Favoring CPM

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে (Sangyog Yatra) বেরিয়ে একাধিক জায়গায় অশান্তির খবর পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি দলের নেতাদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। একই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলাতেও। সোমবার একই ঘটনা ঘটল সাগরদিঘিতেও। তবে প্রত্যেকটি ক্ষেত্রে অভিযোগ উঠেছিল দলের নেতাদের বিরুদ্ধে। এবার গোপন ব্যালটে ভোট দেওয়ার অভিযোগ উঠল সিপি(আই)এমের বিরুদ্ধে।

অভিযোগ, বড়ঞা বিধানসভার পাঁচথুপিতেও ছড়ায় প্রবল উত্তেজনা। এদিন ভোট চলাকালীন আচমকা অভিযোগ ওঠে, সিপিএম কর্মীরা ভোট দিচ্ছেন। তৃণমূলের বুথ সভাপতির নামই নাকি নেই! যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷ একইসঙ্গে এদিন ভরতপুর বিধানসভার আলুগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতেও প্রার্থী বাছাই নির্বাচন ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরে নিয়ন্ত্রণে আনে পুলিশ।

   

কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ার শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন নবজোয়ার উপস্থিত হয়েছে মুর্শিদাবাদে। অধীর রঞ্জন চৌধুরীর জেলায় দলের অবস্থা ভালো নয়৷ সেটা আন্দাজ করতে পারছে তৃণমূল৷ তার ওপর বড়ঞা বিধানসভার বিধায়ক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে। গোষ্ঠীকোন্দলে জেরবার মুর্শিদাবাদ নিয়ে কি বিশেষ টোটকা দেন অভিষেক? সেটাই এখন দেখার৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন