Sangyog Yatra: অভিষেককে বিরোধীদের কটাক্ষ ভোট লুঠের ট্রেলার কেমন লাগছে? কেন্দ্রীয় বাহিনী চাই?

Abhishek Mocks Opposition's Question on Vote Loot Trailer

জনসংযোগে (Sangyog Yatra) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দিনেও দলীয় নেতাদের মধ্যে খণ্ডযুদ্ধের আশঙ্কা। কোচবিহারে ক্রমে প্রকট হতে হতে এখন যুযুধান তৃণমূল নেতারা পরস্পরের উপর দোষ চাপাচ্ছেন। পরিস্থিতি যে হাতের মধ্যে নেই তা তৃণমূল শীর্ষ নেতারা মুখে মানতে না চাইলেও ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছেন, পঞ্চায়েতে ভোট প্রার্থী অভিষেক ফর্মুলায় করা সম্ভব নয়। সর্বজনগ্রাহ্য প্রার্থী বাছতে ফের সংঘর্ষের আশঙ্কা থাকছে।

কোচবিহার থেকেই তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সুচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিপদ ঘটল প্রথম দিনেই ব্যালট বাক্স নিয়ে লড়াই শুরু হয়। ব্যালট পেপার ছিঁড়ে ফেললেন তৃণমূলের কর্মীরাই। যদিও দলীয় ভোট প্রসঙ্গে অভিষেক জানিয়েছেন, যারা ভোট ভেস্তে দিয়েছেন তাঁরা মুর্খের স্বর্গে বাস করছেন৷

   

এদিকে কর্মসূচির পরবর্তী দিনগুলিতে কী ঘটতে চলেছে তা নিয়ে তৃণমূল নেতারাই চিন্তিত। জেলায় জেলায় গুঞ্জন, এভাবে প্রার্থী বাছাই করতে গিয়ে দলে আরও গোষ্ঠিদ্বন্দ্ব উস্কে দিচ্ছেন অভিষেক। পঞ্চায়েত এলাকার তৃণমূল দলীয় নেতাদের কটাক্ষ, গ্রামাঞ্চলের বিষয়ে ওনার ধারণা নেই। তাই এমন পদক্ষেপ নিয়েছেন।

বিরোধী দল বিজেপি, বাম, কংগ্রেসের তরফে কটাক্ষ শুরু হয়েছে দলীয় প্রার্থী বাছতে গিয়ে যেভাবে ভোটবাক্স লুঠ করার খেলা দেখাল তৃণমূল তাতে তাদের দরকার কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিজের দলের অন্দরে গণভোট করানো।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন