Sagardighi By Election: সাগরদিঘি নিয়ে চিন্তিত তৃ়ণমূল কংগ্রেস

প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার আসনটিতে কী হবে ফলাফল? অনেকেই বলছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘির উপ-নির্বাচন (Sagardighi By Elections) সমস্ত দলগুলির জন্য পরীক্ষা। বরাবরই উপনির্বাচনে শাসক…

Sagardighi By Election: সাগরদিঘি নিয়ে চিন্তিত তৃ়ণমূল কংগ্রেস

প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার আসনটিতে কী হবে ফলাফল? অনেকেই বলছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘির উপ-নির্বাচন (Sagardighi By Elections) সমস্ত দলগুলির জন্য পরীক্ষা।

বরাবরই উপনির্বাচনে শাসক দলই প্রাধান্য পায় কিন্তু সাগরদিঘিতে হাওয়া বদলের পূর্বাভাস পাচ্ছে রাজনৈতিক মহল৷ নির্বাচনের দিনেই শাসক দলের বুথ এজেন্ট থেকে দলের নেতাদের মধ্যেই অসন্তোষ দেখা দিয়েছিল। এবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর পাল্লাভারী রয়েছে বলে মনে করা হচ্ছে।

নিয়োগ দুর্নীতি, গরু পাচার সহ একাধিক অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হচ্ছেন তৃণমূল। প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতার আত্মীয় হওয়ায় বাড়তি সুবিধে পেতে চলেছে তৃণমূল।

Advertisements

জয়ের বিষয়ে আশাবাদী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের কামব্যাকের ইঙ্গিত দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, গত বিধানসভা নির্বাচনের পর উপনির্বাচনের ভোটে অন্যান্য জায়গায় যে মার্জিনে তৃণমূল জিতেছিল, এবার সেটা হবে না।