Sagardighi by-election: প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে সাগরদিঘির উপনির্বাচন

সোমবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (Sagardighi by-election)। ২৪৬ বুথে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ থাকছে কেন্দ্রীয় বাহিনী।

Sagardighi by-election

সোমবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (Sagardighi by-election)। ২৪৬ বুথে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ থাকছে কেন্দ্রীয় বাহিনী। মহিলা পরিচালিত একটি বুথে রয়েছে৷ ১০০ শতাংশ বুথে থাকছে ওয়েবকাস্টিং৷ প্রতিটি বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷

উপনির্বাচনে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ এবং মহিলা ভোটার ১ লক্ষ ২১ হাজার ২৮৭ জন। প্রতিটি সেক্টরে ক্যুইক রেসপন্স টিমের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রত্যেক বুথেই থাকছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি মোতায়েন রয়েছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথের বাইরে মোতায়েন থাকবে ২ জন লাঠিধারী পুলিশ কর্মী। উপনির্বাচনের জন্য থাকছেন ১ হাজার ৩০০ ভোটকর্মী। এমনটাই কমিশন সূত্রে খবর।

   

গত বছর রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর এবার সাগরদিঘিতে উপনির্বাচন৷ সরাসরি ত্রিমুখী লড়াইয়ে উপস্থিত তৃণমূলের প্রার্থী দেবাশীস বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী দিলীপ সাহা এবং কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের মধ্যে। এরই মধ্যে নির্বাচনের আগে চুড়ান্ত নাটকিয়তা সাগরদিঘিকে ঘিরে। কংগ্রেস নেতাকে গ্রেফতার, কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে অভিযোগকে ঘিরে ক্রমাগত জট পাকাতে শুরু করেছিল।

অন্যদিকে, সময় পেরিয়ে যাওয়ার পরেও লালগোলার বিধায়ক মহম্মদ আলি প্রচার করার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। প্রতিটি বুথে এজেন্ট থাকবে৷ শীর্ষ নেতৃত্বের নজরদারি থাকবে আশ্বস্ত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷