হাসিমুখে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কেজরিওয়াল

জল্পনার অবসান, আজ মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়…

kejri

জল্পনার অবসান, আজ মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এদিকে আপ নেতা এবং প্রস্তাবিত মুখ্যমন্ত্রী অতিশী দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সামনে নতুন সরকার গঠনের দাবি করেছেন।

   

জেল থেকে বের হওয়ার দু’দিনের মধ্যেই পদত্যাগের কথা ঘোষণা করে সকলকে চমকে দেন কেজরিওয়াল। সেই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন কেজরিওয়াল। এর সঙ্গে মুখ্যমন্ত্রী পদের নতুন মুখও প্রকাশ্যে এসেছে। অনেক নামের পর কেজরিওয়ালের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে অতিশীকে। পরিষদীয় দলের বৈঠকে অতিশির নাম প্রস্তাব করা হয়েছিল, যা সব বিধায়ক সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছেন।

Advertisements

এরপর আজ সন্ধ্যায় অরবিন্দ কেজরিওয়াল লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দেন। এর পরে আম আদমি পার্টি আবার তাদের সমস্ত বিধায়কদের সহায়তায় সরকার গঠনের দাবি জানাবে। নতুন সরকারের দাবি রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির সামনে পেশ করা হবে। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অতিশী।

এদিকে, কেজরিওয়ালের পদত্যাগপত্র গৃহীত হলেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত হবেন এবং তাকে তার সরকারি বাসভবনও ছাড়তে হবে। কেজরিওয়ালের পদত্যাগ এবং অতিশীর মুখ্যমন্ত্রী হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিরোধী দল ক্রমাগত তাদের প্রতিক্রিয়া জানিয়ে চলেছে। নানা প্রতিক্রিয়া ও আক্রমণের মধ্যে অতিশী নিজেই স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি কেবল নির্বাচন পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন।

আগামী দিনে দলের প্ল্যান সম্পর্কে তিনি বলেন, কেজরিওয়ালকে ফের চেয়ারে বসানো তাঁর লক্ষ্য। এর সঙ্গে অতিশী বলেন, কেউ যেন তাকে অভিনন্দন না জানায় বা কেউ যেন মালা না পরায়।