Sagardighi by-election: পুরাতন নেতাদের গুরুত্বহীণ করার কারণেই হার বলে দাবি অর্জুনের

রবিবার ভাটপাড়ার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ৷ তাঁর কথায়, দলের পুরাতন নেতাদের গুরুত্বহীন করে দেওয়ার কারণেই এই ফলাফল হয়েছে৷ দল থেকে তোলাবাজ সরিয়ে দিলে জয় সম্ভব বলে জানিয়েছেন অর্জুন সিং। দলে ফড়ে, তোলাবাজি শ্রেণির লোকেদের ঠাঁই দেওয়া হয়েছিল। তাই ফলাফল।

123
Arjun Singh
Advertisements

সাগরদিঘিতে (Sagardighi by-election) শাসক দলের হারের পরেই দলের পর্যালোচনা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল একের পর এক নেতাদের। এবার সাগরদিঘির নির্বাচন নিয়ে মুখ খুলে দলকে বিড়ম্বনায় ফেলেছেন শাসক দলের নেতারা৷ এবার প্রকাশ্যে মন্তব্য করে দলকে আরও অস্বস্তিতে ফেলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷

রবিবার ভাটপাড়ার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ৷ তাঁর কথায়, দলের পুরাতন নেতাদের গুরুত্বহীন করে দেওয়ার কারণেই এই ফলাফল হয়েছে৷ দল থেকে তোলাবাজ সরিয়ে দিলে জয় সম্ভব বলে জানিয়েছেন অর্জুন সিং। দলে ফড়ে, তোলাবাজি শ্রেণির লোকেদের ঠাঁই দেওয়া হয়েছিল। তাই ফলাফল।

Advertisements

এর আগে অবশ্য দলের সমালোচনা করে জল্পনা বাড়িয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁকে বলতে শোনা যায়, তোমার যদি অসুখ হয়, তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে। দলকেও মাঝেমধ্যে সিটি-এনজিও এর মধ্যে আসতে হবে! পাশাপাশি দলের আত্মসমালোচনা করতে গিয়ে জল্পনা বাড়িয়েছেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। সাগরদিঘিতে দলেরই মীরজাফর একাই সেম সাইড গোল করেছে। দলের কিছু বড় মন্ত্রীর অপকর্মের কারণে আমাদের লালকার্ড দেখতে হয়েছে।কটাক্ষ করেন তিনি।

Advertisements

তবে শুধুমাত্র শীর্ষ নেতৃত্ব নয়, দলের পুরাতন নেতাদের গুরুত্ব না দেওয়া সরব হয়েছেন সাগরদিঘির নীচুতলার কর্মীরাও। বিধানসভায় ৫০ হাজারের অধিক ভোটে জয়ের পরেও কেন সাগরদিঘিতে হার হয়েছে? তা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক মহলে। এরই মধ্যে অর্জুনের মন্তব্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল৷

Advertisements