ATK Mohun Bagan: ওডিশাকে হারিয়ে পুরো জোশ নিয়ে হপ্তার শুরুতেই সেমির প্রস্তুতি নিয়ে প্রীতমরা

গত কয়েক বছর অল্পের জন্য কাপ ফস্কে গিয়েছিল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। যারমধ্যে একবার ফাইনাল ও একবার সেমিফাইনাল।

ATK Mohun Bagan

গত কয়েক বছর অল্পের জন্য কাপ ফস্কে গিয়েছিল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। যারমধ্যে একবার ফাইনাল ও একবার সেমিফাইনাল। তবে এবার যেকোন ভাবেই হোক ট্রফির বেদনা ঘোচাতে চান কোচ হুয়ান ফেরেন্দো। সেজন্য এবার কিছুটা বাড়তি সাবধানী কোচ। গতকাল ঘরের মাঠে অতি সহজেই ওডিশার গোলে বল ঠেলে দিয়েছিল হুগো বুমোসরা। তবে এখানেই শেষ নয়। এবার সেমিফাইনালের লড়াই। এবার সাফল্য নিশ্চিত করতে কাল থেকেই প্রাকটিস শুরু করছে প্রীতম- মনবীররা।

আগামী ৯ মার্চ গতবারের বিজয়ী দল হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল খেলতে নামছে সবুজ-মেরুন শিবির। তার আগে চোট-আঘাতের সমস্যা মিটিয়ে দলকে চনমনে রাখতে মরিয়া এটিকে মোহনবাগানের হেডস্যার। দিনকয়েক আগে ও নক আউট পর্ব খেলা অনিশ্চিত ছিল কিয়ানদের। তবে গত কয়েক সপ্তাহে একেবারেই বদলে গিয়েছে পরিস্থিতি। কেরালা, ইস্টবেঙ্গল ও ওডিশার মতো হেভিওয়েট প্রতিপক্ষদের হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে প্রীতমরা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তবে বাড়তি সাবধানতা অবলম্বন করেই নিজামের শহরে জয় তুলে নিতে মরিয়া মোহনবাগান। বর্তমানে আইএসএলে উভয়ে দলের মুখোমুখি ফলাফল ১-১। ঘরের মাঠে অর্থাৎ যুবভারতীতে সহজ জয় পেলে ও নিজামের শহরে পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়তে হয়েছিল হুয়ানের ছেলেদের। এবার ডু অর ডাই ম্যাচে ক্লিনশিট রেখেই মাঠ ছাড়তে চান প্রীতমরা।

সেইসঙ্গে গতকাল ম্যাচে চোট পাওয়া বিশাল কাইথ আজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় আজ অনেকটাই স্বস্তিতে বাগান শিবির। তবে চিকিৎসকদের তরফ থেকে আগামী বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার কথাই জানানো হয়েছে বিশাল কে। সব ঠিকঠাক থাকলে নিজামের শহরে মাঠে নামতেই পারেন বিশাল কাইথ।