বকেয়া ডিএ ও সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে গত ১ মাসের বেশি সময় ধরে কলকাতার শহীদ মিনারের পাদদেশে ধর্না ও অনশন করছে রাজ্যের সরকারি ও সরকার পোষিত কর্মচারীদের (Government Employee) ৪২ টি সংগঠনের মিলিত সংগ্রামী যৌথ মঞ্চ। রবিবার শহিদ মিনারে বিরাট সভার আয়োজন করা হয় সংগঠনের। এরই মধ্যে রবিবার সন্ধ্যেয় অসুস্থ হয়ে পড়লেন এক অনশনকারী৷ ভাস্কর বসু নামে ওই ডিএ আন্দোলনকারীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশের অ্যাম্বুল্যান্সেই তাঁকে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রবিবার ওই অনশনকারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশ অ্যাম্বুলেন্সের গাড়ির চালকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে৷ এর আগেও অবশ্য এই অনশনকারী ভাস্বর বসু অসুস্থ হয়ে পড়েন। আজ আবারও অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কেন্দ্রের সমহারে বেতন ও ডিএ বৃদ্ধি নিয়ে সুর চড়িয়েছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি৷ শহীদ মিনারের কাছে চলছে লাগাতার অবস্থান কর্মসূচি। এরই মধ্যে সরকারের তরফে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করায় আন্দোলনে ঘৃতাহুতি দিয়েছে। এই ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে নারাজ বলে জানিয়েছেন সরকারি কর্মচারীরা। তাই লাগাতার কর্মসূচি জারি রাখা হয়েছে কর্মচারী সংগঠনের তরফে৷ আগামী ১০ তারিখ বনধের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে।
ইতিমধ্যেই বনধের বিরোধীতায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন রমাপ্রসাদ সরকার। মামলাকারীর প্রশ্ন, মহার্ঘভাতা সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। কিন্তু সেটা না পেলে বনধ ডাকা কি মৌলিক অধিকার? যা নিয়েও জলঘোলা হতে শুরু করেছে।