রূপশ্রী প্রকল্পে মেয়েদের বিয়ের টাকা, বড় কী নির্দেশ রাজ্যের?

আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এককালীন ভাতা দিয়ে তাকে রাজ্য সরকার। এই প্রকল্পের নাম ‘রূপশ্রী’। এক্ষেত্রে এককালীন ২৫ হাজার টাকা পেয়ে…

rupashree money will be given before or on the day of marriage order by bengal government , রূপশ্রী মেয়েদের বিয়ের টাকা মমতা সরকার

আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এককালীন ভাতা দিয়ে তাকে রাজ্য সরকার। এই প্রকল্পের নাম ‘রূপশ্রী’। এক্ষেত্রে এককালীন ২৫ হাজার টাকা পেয়ে থাকেন মেয়ের পরিবার। কিন্তু, সব নথি দেওয়া সত্ত্বেও এই প্রকল্প আবেদনকারীরা সঠিক সময় আর্থিক সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ ওঠে। এবার সেই সমস্যা সমাধানে পদক্ষেপ করল নবান্ন। নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের নির্দেশ- আর বিয়ের পরে নয় এবার থেকে বিয়ের আগে অথবা বিয়ের দিনই রূপশ্রীর টাকা পেয়ে যাবেন পাত্রীপক্ষ।

নয়া নির্দেশিকা অনুসারে, বিয়ের আগেই যতটা সম্ভব রূপশ্রীর টাকা পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে। তা সম্ভব না হলে বিয়ের দিনই পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট টাকা পাঠিয়ে দিতে হবে। দ্রুততার করতে হবে নথি যাচাইকরণের কাজ। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নতুন নির্দেশের বিষয়টি সব জেলা প্রশাসনকে জানিয়েছেন। তবে, বিয়ের দিন পেরিয়ে গেলে আর তথ্য আপলোড করা যাবে না।

   

একেবারে নতুনভাবে ধরা দেবে দিঘার সমুদ্র সৈকত! বেনজির উদ্যোগ প্রসাশনের

অভিযোগ যে, এতদিন পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই বিয়ের পর রুপশ্রীর টাকা মিলত। অনেক ক্ষেত্রে আবার বিয়ের কয়েক বছর পরেও রূপশ্রীর টাকা মিলেছে বলে জানিয়েছিল আবেদনকারীরা। তবে আধিকারিকদের মতে, আবেদনপত্র যাচাই করার বিষয়টি সময় সাপেক্ষ। ফলে টাকা পৌঁছতে দেরি হত।

শনিবার থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

মন খারাপ মিষ্টিপ্রেমীদের, বন্ধের পথে পুরনো কলকাতার ঐতিহ্যশালী এই মিষ্টির দোকান