By-Elections: বনগাঁ ও আসানসোল পুর উপনির্বাচনে রিগিং, অভিযুক্ত তৃণমূল

পুর ওয়ার্ড উপনির্বাচন (By-Elections) ঘিরে রবিবার দফায় দফায় অশান্ত হয়ে উঠল বনগাঁ ও আসানসোল। এদিন উপনির্বাচন কে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে জামুরিয়ায়। এদিন দুই নম্বর জাতীয় সড়ক জে কে নগর মোর এ তৃণমূল ও বিজেপির দফায় দফায় বচসা ও হাতাহাতি।

এদিকে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথ লুট করা হচ্ছে এই অভিযোগ তুলে বিজেপির সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করে। সে সময় তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে এসে পড়লে দুইদলের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই উপস্থিত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হল বিশাল পুলিশ বাহিনী। তাঁরা এসে পরিস্থিতি আনে। তৃণমূল কংগ্রেস নেতা বিনোদ মুনিয়া অভিযোগ করেন বহিরাগতদের নিয়ে এসে বিজেপির নেতারা ভোট লুট করার চেষ্টা করছিল।

   

বিজেপি প্রার্থী সুজিত চক্রবর্তীর অভিযোগ, আসানসোল পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের সময় গতকাল রাত থেকে বহিরাগতদের এখানে এনে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির অভিযোগ, গোটা ঘটনাটি পুলিশের সামনেই ঘটলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। জামুরিয়ার পাশাপাশি রবিবসারীয় সকালে দফায় দফায় উত্তেজনা ছরিয়েছে বনগাঁয়। এদিন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে নিগ্রহের অভিযোগে বাটার মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি। বিধায়ক স্বপন মজুমদারের ওপর হামলার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বিজেপির দাবি , বিধায়ক, প্রার্থী থেকে , মণ্ডল সভাপতির ওপর হামলা করেছে তৃণমূলের বহিরাগতরা। সেখানে ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন