কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের মাঝেই উঠে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির দিকটিও৷ এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলাও হয়৷ শীঘ্রই সেই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এ কথা জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। (rg kar hospital financial irregularities case)
মুখবন্ধ খামে তথ্য পেশ rg kar hospital financial irregularities case
আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়টি প্রথম সামনে আনেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি৷ মঙ্গলবার বিচারপতি ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হয়৷ মুখবন্ধ খামে তথ্য পেশ করেছে সিবিআই। তাদের পাশপাশি হাসপাতালের আর্থিক কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও। আদালতে তারা জানায়, ঘটনার তদন্ত চলছে। ইডি-কে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন বিচারপতি ঘোষ৷
গত বছর ২৩ অগাস্ট আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেয় হাই কোর্ট। গত ২৯ নভেম্বর চার্জশিট জমা করে সেন্টার ব্যুরো অফ ইনভেস্টিগেশন৷ মঙ্গলবার ইডির আইনজীবী হাই কোর্টে জানান, এখনও পর্যন্ত ২২ জায়গায় তল্লাশি চালিয়ে অনেক তথ্য হাতে এসেছে৷ বেশ কয়েক জনকে জেরাও করা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের৷ এ ছাড়াও এই মামলায় গ্রেফতার আরও চার জনের নামও উল্লেখ করা হয়েছে৷
তিন বছরেরও বেশি সময় ধরে দুর্নীতি rg kar hospital financial irregularities case
অভিযোগ, তিন বছরেরও বেশি সময় ধরে এই দুর্নীতি চলছে৷ প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগ, বিভিন্ন সময়ে চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি হয়েছে৷ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাঁর ‘ঘনিষ্ঠ’দের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে৷
West Bengal: During the investigation of a young doctor’s rape and murder, financial corruption at RGI Kar Hospital surfaces. The High Court case, led by Justice Tirthankar Ghosh, involves CBI and ED. The investigation is ongoing with directives for swift completion.