প্রতিবাদীদের রাস্তায় ফেলে পেটানোর নিদান তৃণমূলের সহ সভাপতির

আরজি কর-কাণ্ডে (RG Kar Case) শাসক দলের নেতাদের হুমকির ধারাবাহিকতা যেন থামতেই চাইছে না। এবার প্রতিবাদীদের বিরুদ্ধে শাসক নেতা এমন এক নিদান দিলেন যা শুনে…

CBI probe suggests Kolkata doctor was not gang-raped

আরজি কর-কাণ্ডে (RG Kar Case) শাসক দলের নেতাদের হুমকির ধারাবাহিকতা যেন থামতেই চাইছে না। এবার প্রতিবাদীদের বিরুদ্ধে শাসক নেতা এমন এক নিদান দিলেন যা শুনে থ হয়ে গিয়েছেন সকলে। এবার প্রতিবাদীদের রাস্তায় ফেলে পেটানোর নিদান দিলেন মালদা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার।

গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগ। আর এহেন ঘটনাকে কেন্দ্র করে বাংলা তথা দেশজুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। তিলোত্তমার সুবিচারের অপেক্ষায় রাতের পর রাত দিনের পর দিন অপেক্ষা করছেন রাজ্যবাসী। কিন্তু শাসক নেতাদের রীতিমতো কু কথার ফুলঝুরি ছুটছে। প্রতিবাদীদের বিরুদ্ধে লাগাতার হুমকি দিচ্ছেন তৃণমূলের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে নেতারা। এবার এই তালিকায় নতুন নাম সংযোজন হল মালদা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারের।

   

তিনি প্রতিবাদীদের রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিলেন। আন্দোলনকারী, বিরোধীদের চামড়া গুটিয়ে দেওয়া থেকে শুরু করে এবার আন্দোলনকারীদের সিপিএম-বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর কথা বললেন জেলার তৃণমূলের সহ সভাপতি। ৪ সেপ্টেম্বরের রাত দখলের কর্মসূচিতে তৃণমূলের পতাকা ছেঁড়া হয়। এমনকি পতাকা খুলে ফেলে দেওয়ার ছবিও ভাইরাল হয়। আর এই ঘটনা নিয়েই এবার হুঙ্কার দিলেন দুলাল সরকার। 

কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা গোটা দেশকে হতবাক করে দিয়েছে। এই মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায় ধরা পড়লেও সে এখন সিবিআইয়ের করা প্রশ্নের উত্তর দিচ্ছে না বলে খবর।  এই মহিলা চিকিৎসকের বাবা-মা এখনও মেয়ের এহেন অকালে চলে যাওয়ার ব্যাপারটা মেনে নিতে পারছেন না। সন্তান হারানোর কষ্টটা ঠিক কী তা যার যায় সেই একমাত্র বোঝে। 

নির্যাতিতার বাবা-মায়ের দাবি, সে খুব উজ্জ্বল ছিল এবং তাঁর লক্ষ্য ছিল চিকিৎসা ক্ষেত্রে একটি স্বর্ণপদক আনা। ‘তিলোত্তমা’ আরজি কর হাসপাতালে কঠোর পরিশ্রম করতেন।