সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসরের ঘোষণা করলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি (Moeen Ali)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে জায়গা পাননি মঈন। এরপরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে ৬৮টি টেস্ট, ১৩৮টি ওয়ানডে ও ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। এছাড়াও ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন বহু ম্যাচ। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে এক সময় গণ্য করা হতো তাঁর নাম।
‘আমি এখনও বাস্তববাদী হওয়ার চেষ্টা করেছি। আবার উঠে দাঁড়াতে পারি এবং আবার ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করতে পারি। কিন্তু এটাও জানি এখন আমি আর তা করব না। এখনও মনে করি, আমি খেলা চালিয়ে যেতে পারবো। তবে আমি বুঝতে পারছি পরিস্থিতি কেমন। দলকে নতুন করে তৈরি করার সময় এসেছে। এটি নিজের কাছে বাস্তব হওয়ার বিষয়ে’, বলেছেন মঈন আলি।
Moeen Ali, a key allrounder across formats for England in the past decade, has retired from international cricket
➡️ https://t.co/JWQCwN7rcU pic.twitter.com/QBMASJqybz
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 8, 2024
পরিসংখ্যান ওজায়ী, মঈন আলি তাঁর স্পিন দিয়ে সারা বিশ্বের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার মুখে ফেলেছিলেন। ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকেও একাধিকবার বিপাকে ফেলেছিলেন মঈন। তিন ফরম্যাটেই বিরাট কোহলিকে অনেক সমস্যায় ফেলেছিলেন। এছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মঈন আলি।