Calcutta Football League: নতুন হ্যাটট্রিক হিরো, ফের ৫ গোল মোহনবাগানের

গোলের পর গোল করেই চলেছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। রবিবারের ম্যাচেও পাঁচ পাঁচটি গোল দিল সবুজ মেরুন ব্রিগেড। তাও আবার নিজেদের ক্লাবের মাঠে, উপচে পড়া গ্যালারির সামনে মোহনবাগানের ৫ গোল।

Joy Mohun Bagan

গোলের পর গোল করেই চলেছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। রবিবারের ম্যাচেও পাঁচ পাঁচটি গোল দিল সবুজ মেরুন ব্রিগেড। তাও আবার নিজেদের ক্লাবের মাঠে, উপচে পড়া গ্যালারির সামনে মোহনবাগানের ৫ গোল। বাগান সমর্থকদের জন্য রবিবারের মতো রবিবার।

এবার কলকাতা ফুটবল লীগে (Calcutta Football League) শুরু থেকে ঝড় তুলেছে মোহন বাগান সুপার জায়ান্টে। পরপর দুটি ম্যাচে জয় তুলে নেওয়ার পর তৃতীয় ম্যাচে নিজেদের ক্লাবের মাঠে খেলতে নেমেছিল মোহনবাগান। প্রতিপক্ষ ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে শুরু করেছিল বাগান । কোনো ভুল না করে প্রথম সুযোগে ম্যাচের প্রথম গোল করে যান সবুজ মেরুন জার্সি পরে সুহেল আহমেদ ভাট। প্রতিপক্ষের বক্সের মাথা থেকে নিখুঁত জায়গায় শটটি রেখে গোল করেছিলেন তিনি। নিজে পড়ে গেলেও বল রেখেছেন টার্গেটে।

টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে গোল করে নিজের অস্তিত্বের কথা জানান দিয়েছিলেন সুহেল। এদিন হ্যাটট্রিক। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে তিন গোল করেছিলেন হামতে। আজ করলেন সুহেল। বর্ষাকালে গোলের বন্যা। পরপর তিন ম্যাচ থেকেই তিন পয়েন্ট করে পেয়ে গেল মোহন বাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যে মোট ১৩ বার বিপক্ষে গোলরক্ষককে পরাস্ত করেছে সবুজ মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচে পাঠচক্রকে তিন গোল, পরের ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে পাঁচ গোল, তৃতীয় ম্যাচে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে পাঁচ গোল দিল মোহনবাগান। সুহেল ছাড়া এদিন জোড়া গোল করেছেন ফারদিন আলি মোল্লা।

প্রায় তিন বছর পর নিজেদের মাঠে খেলতে নেমেছিল মোহনবাগান। মাঠের পরিবেশ ছিল দেখার মতো। গ্যালারির কানায় কানায় সমর্থকদের ভিড়। ফুটবলারদের তাতাতে মুহুর্মুহু উঠছিল সমবেত স্লোগান, উড়ছিল আবির। বাঁধিয়ে রাখার মতো হল সবুজ মেরুন ব্রিগেডের ঘরে ফেরা। তবে খেদ রয়েই গেল, এই ম্যাচে গোল হজম করতে হয়েছে। মোহন বাগান সুপার জায়ান্টের পক্ষে ম্যাচের ফল ৫-২।