মুখ্যমন্ত্রীর জঙ্গলমহলে সভার পর অপসারিত ব্লক সভাপতি

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: দায়িত্ব পাওয়ার মাত্র ৪১ দিনের মধ্যে দলের রানীবাঁধ ব্লক সভাপতি পদ থেকে উত্তম কুম্ভকারকে সরিয়ে দেওয়া হল। তাঁর স্থলাভিষিক্ত হলেন পূর্বতন ব্লক সভাপতি চিত্ত মাহাতো। দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল ছেড়ে যাওয়ার পরই এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন।

Advertisements

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি রানীবাঁধ ব্লক তৃণমূল সভাপতি পদ থেকে দলের বর্ষীয়ান নেতা, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ চিত্ত মাহাতোকে সরিয়ে ওই জায়গায় নিয়ে আসা হয় বর্তমান প্রজন্মের উত্তম কুম্ভকারকে। এবার ফের সেই চিত্ত মাহাতোতেই আস্থা রাখলো শাসক দল। এমনটাই বিশেষ সূত্রে খবর।

তৃণমূল নেতা চিত্ত মাহাতোর দাবি, দল তাঁকে ফের রানীবাঁধ ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছে। এই ঘটনায় তাঁর চেয়েও রানীবাঁধের মানুষ বেশি খুশি। ফের দায়িত্ব পেয়ে একজন ‘খেলোয়াড়’ হিসেবে ‘খেলার মাঠে’ সেরা পারফর্ম্যান্স তিনি দিয়ে যাবেন বলে দাবি করেন।

Advertisements

এবিষয়ে ‘পদচ্যুত’ উত্তম কুম্ভকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমিই এখনও ব্লক সভাপতি পদে রয়েছি। দলের তরফে আমাকে কিছুই জানানো হয়নি। গতকাল অর্থাৎ বুধবার ‘দিদি’র খাতড়ার সভাতে অনেক মানুষকে নিয়ে গিয়েছিলাম।’’ বিষয়টি তিনি দলের উচ্চ নেতৃত্বের কাছে জানাবেন বলে জানান।