Recruitment Corruption: নিয়োগ দুর্নীতি মামলা সরছে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে

সুপ্রিম কোর্টের নির্দেশে কি নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) সংক্রান্ত সমস্ত মামলা সরল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বেঞ্চ থেকে?

Kolkata High Court Judge Abhijit Gangopadhyay during a CBI investigation

সুপ্রিম কোর্টের নির্দেশে কি নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) সংক্রান্ত সমস্ত মামলা সরল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বেঞ্চ থেকে? সকাল থেকেই ওয়াকিবহাল মহলে এই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছিল। অবশেষে সন্ধ্যেবেলা আদালতের লিখিত নির্দেশনামা সমস্ত জল্পনার অবসান ঘটাল। কোন কোন মামলা সরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে?

দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্ট প্রকৃতপক্ষে দু’টি মামলার শুনানি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরাতে বলেছে। একটি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌমেন নন্দী এবং অপরটি কুন্তল ঘোষ বনাম পশ্চিমবঙ্গ সরকার। সাক্ষাৎকারের প্রতিলিপি দেখার পরেই হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওই মামলার বাকি শুনানি অন্য কোনও বিচারপতির হাতে দেবেন।

প্রসঙ্গত, সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম ধৃত কুন্তল ঘোষের মুখে প্রথম শোনা গিয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিষেকের নাম উঠে আসতেই সিবিআই ও ইডিকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেবার বিচারপতির সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, মামলার শুনানি চলাকালীন বিচারপতি মামলা নিয়ে মন্তব্য করেছেন, তার এজলাস থেকে ওই সমস্ত মামলা সরিয়ে নেওয়া হোক। শুক্রবার স্থগিতাদেশ উঠে যাওয়ার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দুটি মামলা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত।