Nadia: দুয়ারে রেশন পরিষেবার সমস্যা, আত্মঘাতী ডিলার

দুয়ারে রেশন পরিষেবা দিতে সমস্যা, অবশেষে মানসিক অবসাদে আত্মহত্যা রেশন ডিলারের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়া (Nadia) রানাঘাট থানার কুপার্স ক্যাম্পে। Advertisements অভিযোগ, রাজ্য সরকারের…

দুয়ারে রেশন পরিষেবা দিতে সমস্যা, অবশেষে মানসিক অবসাদে আত্মহত্যা রেশন ডিলারের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়া (Nadia) রানাঘাট থানার কুপার্স ক্যাম্পে।

Advertisements

অভিযোগ, রাজ্য সরকারের দুয়ারে রেশন পরিষেবা নিয়ে বিপাকে রেশন ডিলাররা। এই পরিষেবা রেশন কাস্টমারদের দুয়ারে পৌঁছে দিতে রেশন ডিলারদের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। সরকারের এই ব্যবস্থায় আয়ের তুলনায় বাড়ছে খরচ।

   
মৃত বাচ্চু দে

এই কঠিন পরিস্থিতিতে রেশন সামগ্রী পৌঁছাতে মালবাহী গাড়ি কিনতে পারছিলেন না রেশন ডিলার বাচ্চু দে। এমনই অনেক সমস্যার সম্মুখীন হয়ে মানসিক অবসাদে তিনি ভুগছিলেন। বুধবার সকালে হাঁটতে বেরিয়ে তিনি নিখোঁজ হন। এরপরে ফোন করেও সন্ধান মেলেনি। আচমকা রেশন ঘরের ছাদে রেশন ডিলার বাচ্চু দে ঝুলন্ত দেহ নজরে আসে।

রানাঘাট মহাকুমা হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর কারণ জানতে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। ঘটনা ঘিরে এলাকাসহ মৃতের পরিবারের শোকের ছায়া নেমেছে।

মৃতের স্ত্রী পিয়ালী দে বলেন, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। ঠিকমতো কারো সঙ্গে কথা বলতেন না। কীভাবে মানুষকে পরিষেবা দেবেন সেটা ভেবে চিন্তায় থাকত সবসময়। সেই কারণেই এই ঘটনা বলে দাবি তাদের।