I League : ইস্টবেঙ্গল থেকে বাতিল ফুটবলার এখন চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে

কয়েক মরশুম আগে বাতিল হয়েছিলেন ইস্টবেঙ্গল থেকে। এখন সেই ফুটবলার রয়েছে খেতাব জয়ের দৌড়ে। আই লিগে (I League) নিজের প্রতিভাকে ফের মেলে ধরেছেন ২৯ বছর…

কয়েক মরশুম আগে বাতিল হয়েছিলেন ইস্টবেঙ্গল থেকে। এখন সেই ফুটবলার রয়েছে খেতাব জয়ের দৌড়ে। আই লিগে (I League) নিজের প্রতিভাকে ফের মেলে ধরেছেন ২৯ বছর বয়সী গোলরক্ষক।

গোকুলাম কেরল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রক্ষিত ডাগর। দলের দূর্গের শেষ প্রহরীর ভূমিকার তিনি দায়িত্ব সামলাচ্ছেন। আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে গোকুলাম। এই মুহূর্তে লিগ ক্রম তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই দল।

   

আই লিগের প্রথম দুই স্থানে জোর টক্কর চলছে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং গোকুলামের মধ্যে। আট ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে সাদা কালো ব্রিগেড রয়েছে পয়লা নম্বরে। ছয়টি ম্যাচে জিতেছে তারা। একটি ম্যাচে হার, একটি ড্র । এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে গোকুলাম কেরল এফসি। সাত ম্যাচ খেলে তাদের প্রাপ্ত পয়েন্ট পনেরো। লিগে এখনও পর্যন্ত অপরাজিত কেরলের এই দলটি। চারটি ম্যাচে জিতেছে তারা, ড্র তিনটি ম্যাচে।

রক্ষিত ইস্টবেঙ্গলে ছিলেন ২০১৮-২০ মরশুমে। মোট ১৮ টি ম্যাচ খেলেছিলেন। সমালোচিত হয়েছিল প্রচুর। সমর্থকরাও মাঝেমধ্যে বিরূপ হয়েছিলেন তাঁর প্রতি। শেষ পর্যন্ত ক্লাবের সঙ্গে শেষ হয়েছিল পথ চলা।