Uttar Dinajpur: ইলেকট্রিকের কাজ করতে এসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

 কালিয়াগঞ্জ (Kaliagunj) থানা এলাকায় একটি বাড়িতে ফ্যান খারাপ হয়ে যাওয়ার কারণে ডাকা হয় ইলেকট্রিশিয়ানকে। কিন্তু বিশ্বাসের ফল যে এত খারাপ হবে তা ভাবতেও পারেনি পরিবার। অভিযুক্তের বয়স ১৪ থেকে ১৫ বছর। মুখ চেনা বলে ঘরে নাবালিকাকে রেখে অভিযুক্তকে কাজ বুঝিয়ে দিয়ে বেরিয়ে যান নাবালিকার মা।

ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে নাবালিকার ওপর হামলা করে অভিযুক্ত। এরপর মেয়ের উপরে করা হয় যৌন নির্যাতন। ধর্ষণ (Assault) করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। সোমবার রাতেই নির্যাতিতাকে সিসিইউতে ভর্তি করা হয়। কালিয়াগঞ্জ থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে পুলিশ।

   

সূত্রের খবর অনুযায়ী, জানা গিয়েছে, প্রথমে কেউ কিছুই জানতে পারে না। কারণ সেই সময় গোটা বাড়িটি ছিল খালি। পরে মাঠের থেকে ঠাকুমা দাদু ফিরে এলে সব জানে। একই সঙ্গে নির্যাতিতার হয়েছে রক্তক্ষরণ। অবস্থা খারাপ দেখে হাসপাতালে ছুটে যায় পরিবার। আর সেখানে গিয়ে জানতে পারে মেয়ে যা দাবি করেছে তাই ঠিক। পরিবারের তরফে জানানো হয়েছে, যত সময় এগিয়েছে মেয়েটি আরও অসুস্থ হয়ে পড়েছিল। রাতের দিকে শরীর খারাপ বেশি হলে সিসিইউতে স্থানান্তরিত করা হয়।

ওই নাবালক, মেয়েটিকে হুমকি দেয় কাউকে কিছু বললে প্রাণে মেরে দেওয়া হবে। যেহেতু ছেলেটিও নাবালক তাঁর কারণে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন