UP: দলিত কিশোরকে পা চাটার নির্দেশ, উচ্চবর্ণের অভিযুক্তরা ধৃত

রাজ্যের বিরোধী দলগুলি একাধিকবার অভিযোগ করেছে যোগী আদিত্যনাথের(Yogi Aditya nath) শাসনে উত্তরপ্রদেশে (Uttar pradesh) জঙ্গলরাজ কায়েম হয়েছে। অভিযোগ যে মিথ্যা নয় বারেবারেই তার প্রমাণও মিলেছে।…

রাজ্যের বিরোধী দলগুলি একাধিকবার অভিযোগ করেছে যোগী আদিত্যনাথের(Yogi Aditya nath) শাসনে উত্তরপ্রদেশে (Uttar pradesh) জঙ্গলরাজ কায়েম হয়েছে। অভিযোগ যে মিথ্যা নয় বারেবারেই তার প্রমাণও মিলেছে। এবার যোগী রাজ্যের রায়বরেলিতে এক দলিত নাবালকের উপর চলল নৃশংস অত্যাচারের ঘটনা। অভিযুক্তরা সকলেই উচ্চবর্ণের।

ওই দলিত (Dalit) নাবালককে নিগ্রহের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার পরই অবশ্য নড়েচড়ে বসেছে প্রশাসন। গ্রেফতার করা হয়েছে সাত জনকে।

নিগৃহীত ওই দলিত কিশোর দশম শ্রেণির ছাত্র। যারা নিগ্রহ করেছে তাদের মধ্যে একজনের বাড়িতেই মজুরের কাজ করত ওই কিশোরের মা।

১০ এপ্রিল ওই কিশোর তার মায়ের হয়ে ওই বাড়িতে কাজের মজুরি আনতে গিয়েছিল। মজুরি চাওয়ার অপরাধেই তার উপর অত্যাচার চালানো হয়। ভাইরাল হওয়া ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, ওই নাবালককে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন। ওই কিশোর মাটিতে কান ধরে বসে ভয়ে কাঁপছে। সে ভয় পাচ্ছে দেখে অন্যরা হাসাহাসি করছে। এরপরে ওই কিশোরকে মারধর করা হয়। এক অভিযুক্ত ওই কিশোরকে প্রশ্ন করে আর কখনও টাকা চাইতে আসবি? এরপর মোটরবাইকের উপর বসে থাকা এক অভিযুক্তের পা চাটতে বলা হয় ওই দলিত কিশোরকে। প্রাণে বাঁচতে সে তাই করে।

এক অভিযুক্ত ওই কিশোরকে ঠাকুর বানান জিজ্ঞাসা করে। উল্লেখ্য, উত্তরপ্রদেশে ঠাকুর উচ্চবর্ণের লোক। ওই ভিডিও প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় ওঠে এরপর অবশ্য পুলিশ ব্যবস্থা নেয়। গ্রেফতার করা হয় ৭ জনকে।

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে দলিতদের উপর কী ধরনের নির্যাতন চালানো হয় এ ঘটনা তারই প্রমাণ বলছে বিরোধীরা।