Rampurhat Massacre: ‘গণহত্যা গ্রাম’ বগটুই যেতে গিয়ে বিজেপি প্রতিনিধিরা ল্যাংচা খেতে মত্ত

BJP-langcha

কলকাতা থেকে বীরভূম। এই জেলার রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে গণহত্যার পর সেখানে বিরোধী দল বিজেপির প্রতিনিধি দল যাচ্ছে।  ৫৫ জনের এই দলে আছেন বিধায়করা। পথে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচা-সুখ উপভোগ করলেন সবাই। বিজেপি ইতিমধ্যেই বগটুই গ্রামে দশ জনকে পুড়িয়ে মারার জেরে আইন শৃঙখলার অবনতি ইস্যুতে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি করেছে।

Advertisements

এদিকে বগটুই গ্রামে যেতে গিয়ে বিজেপি প্রতিনিধিরা পূর্ব বর্ধমানের শক্তিগড়ে পৌঁছান। বিখ্যাত ল্যাংচা মিষ্টির জায়গা। সবাই মিলে খান। নিরাপত্তা রক্ষীরা পাহারা দেন। ৫৫ জন বিধায়ক প্রতিনিধিদের এই ল্যাংচা খাওয়ার ছবি হয়েছে ভাইরাল। (তবে এই ছবির সত্যতা যাচাই করেনি kolkata24x7.in ) বিজেপির মুখ্যসচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে রামপুরহাটের বগটুইয়ে যাচ্ছে বিরোধী দলের প্রতিনিধিরা।

Advertisements

অন্যদিকে বগটুই গ্রামে সকালেই পৌঁছে যায় সিপিআইএম প্রতিনিধিরা। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম বগটুই গ্রামে যান। তাঁদের সামনে টিএমসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাকিরা। সবার দাবি, পুলিশের সামনেই পুড়িয়ে খুন করা হয়েছে।