বগটুই গ্রামে ‘গণহত্যা’র প্রতিবাদে হঠাৎ SUCI আগমন, প্রতিবাদ

বগটুই গ্রামে গণ হত্যাকাণ্ডের প্রতিবাদে বীরভূমের সিউড়ি শহরে বিক্ষোভ দেখালেন এসইউসিআই কর্মী-সমর্থকরা। জানা গিয়েছে, এদিন তাঁরা জেলাশাসক দপ্তর এবং বীরভূম জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে…

বগটুই গ্রামে গণ হত্যাকাণ্ডের প্রতিবাদে বীরভূমের সিউড়ি শহরে বিক্ষোভ দেখালেন এসইউসিআই কর্মী-সমর্থকরা। জানা গিয়েছে, এদিন তাঁরা জেলাশাসক দপ্তর এবং বীরভূম জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়ে হাজির হলেও পুলিশ তাদের আটকায়। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তা-ধস্তি হয় তাদের।

এরপর তারা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এ দিন এই কর্মী সমর্থকরা মিছিল করেও শহরে বিক্ষোভ দেখান। এমন ঘটনা কেন ঘটলো তার জবাব পেয়েছেন তারা। পাশাপাশি সঠিকভাবে পূর্ণাঙ্গ তদন্তের পরিপ্রেক্ষিতে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন এই কর্মী সমর্থকরা বলে খবর।

বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের গণহত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত গোটা রাজ্য। এহেন ভয়ঙ্কর হত্যালীলার পর থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে রামপুরহাটে। খাঁ খাঁ করছে গোটা গ্রাম। ইতিমধ্যে আতঙ্কে গ্রাম ছাড়ছেন একাধিক মানুষ। রামপুরহাটের বকটুই গ্রামে তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের পরই শিশু, মহিলা-সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটে। ঘটনায় নড়েচড়ে বসেছে গোটা রাজনৈতিক মহল।