Rampurhat Files: বগটুই গণহত্যার তদন্তে মুম্বইতে ধৃতরা অনুব্রতর কত ঘনিষ্ঠ? সিবিআই খুঁজছে সূত্র

রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যার পর পলাতক কয়েকজনের মোবাইল ফোন লোকেশন চিহ্নিত করে মুম্বই থেকে ধরল সিবিআই। জানানো হয়েছে, অন্যতম অভিযুক্ত লালন শেখের ঘনিষ্ঠ চার জন।…

রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যার পর পলাতক কয়েকজনের মোবাইল ফোন লোকেশন চিহ্নিত করে মুম্বই থেকে ধরল সিবিআই। জানানো হয়েছে, অন্যতম অভিযুক্ত লালন শেখের ঘনিষ্ঠ চার জন। এদিকে তদন্ত রেশ (Rampurhat Files) ধরে উঠে আসছে প্রশ্ন, ধৃতরা তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতির কতটা ঘনিষ্ঠ।

গোরু পাচার মামলায় সিবিআই জেরার আগে ফের অসুস্থ হয়ে অনুব্রত মন্ডল এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। গোরু পাচার মামলার পাশাপাশি বগটুই গ্রামের গণহত্যা মামলাতেও অনুব্রতকে জেরা করতে চায় সিবিআই।

এদিকে মুম্বইতে ধৃত ধৃত চার জনকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।  মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ সহ আরও দুই অভিযুক্ত গ্রেফতার হয়েছে।

বগটুই গ্রামের বাসিন্দারা আগেই জানিয়েছেন, অভিযুক্তরা সবাই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। ফলে ধৃতদের বয়ান বিশেষ গুরুত্বপূর্ণ।

গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামের বাসিন্দা স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ কে খুন করা হয়। এর রেশ ধরে সেই গ্রামে হয় হামলা। গণহত্যা হয়। সরকারি হিসেবে নিহত ৯ জন। বেসরকারি হিসেবে নিহত ১২-১৪ জন।

মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গেই গ্রামে তাণ্ডব চালিয়েছিলেন ধৃত বাপ্পা, সাবুরা এমনই অভিযোগ।  সিবিআই জানতে পারে কয়েকজন পালিয়ে মুম্বইতে গা ঢাকা দিয়েছে। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।