ISL : কলকাতার পার্কসার্কের এক বাঙালি ফুটবলারকে নিতে পারে বেঙ্গালুরু

ISL : কলকাতার পার্কসার্কাস থেকে উঠে এসেছেন ভারতীয় ফুটবল সার্কিটে। মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন এখন। বাইশ বছর বয়সী এই তরুণ এই বাঙালির উত্থান কাহিনী…

Mohammedan Sporting Club

ISL : কলকাতার পার্কসার্কাস থেকে উঠে এসেছেন ভারতীয় ফুটবল সার্কিটে। মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন এখন। বাইশ বছর বয়সী এই তরুণ এই বাঙালির উত্থান কাহিনী অনেকের কাছে হতে পরে অনুপ্রেরণা, উদাহরণ। তাঁকে দলে নিতে আগ্রহী বেঙ্গালুরু এফসি (Bengaluru fc)।

জানা গিয়েছে, ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব বেঙ্গালুরু এফসি ফৈজল আলিকে দলে নিতে আগ্রহী। চলতি মরশুমে মহামেডানের হয়ে খেলেছেন চোখে পড়ার মতো ফুটবল। গোল করেছেন সাদা কালো জার্সিতে। ফৈজলের প্রতিভাকে কাজে লাগাতে চাইছে বেঙ্গালুরুর।

গত মরশুমেও ফৈজলকে দলে নিতে চেয়েছিল বেঙ্গালুরু। তিনি বেছে নিয়েছিলেন মোহামেডানকে। এবার কী হয় সে’দিকে তাকিয়ে রয়েছেন ফুটবল প্রেমীরা।

‘ পাড়ায় ফুটবল খেলতাম ছোটবেলায়। সেটাই চালিয়ে গিয়েছি। এতোদূর আসতে পারবো কখনও ভাবতে পারেনি।’ এক সাক্ষাৎকারে বলেছিলেন ফৈজল। ‘ কলকাতা পুলিশের পক্ষ থেকে ফুটবলের ক্যাম্প করানো হতো। ওখানে অ্যাডমিশন নিয়েছিলাম। বিনামূল্যে ট্রেনিং পেয়েছিলাম। ওখান থেকে যায় নিউটাউনের কলকাতা ফুটবল অ্যাকাডেমিতে। বছর দুই ওখানে প্র্যাকটিস করেছি। তারপর প্রিমিয়ার বি সার্দান সমিতি, ভবানীপুর হয়ে এখন মহামেডানে।’