বাংলায় রাম মন্দির তৈরির দাবি, কোথায় হবে?

দিঘা: রামমন্দির তৈরি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এরাজ্য থেকে বহু মানুষ গিয়েছেন রামলালা দর্শনে৷ অযোধ্যায় যেতে বিপুল অঙ্কের টাকা খরচ৷ কিন্তু অনেকের ইচ্ছে থাকলেও…

Ram Mandir

দিঘা: রামমন্দির তৈরি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এরাজ্য থেকে বহু মানুষ গিয়েছেন রামলালা দর্শনে৷ অযোধ্যায় যেতে বিপুল অঙ্কের টাকা খরচ৷ কিন্তু অনেকের ইচ্ছে থাকলেও সেই টাকা খরচ করে যাওয়ার সামর্থ সবার থাকে না৷ তাই বাংলায় রামমন্দির তৈরির দাবি তোলা হয়েছে৷ সেটা হবে কোথায়?

স্বল্প খরচে দিঘা বেড়াতে ভালোবাসেন রাজ্যবাসী৷ সম্প্রতি সেখানে পুরীর মতো এক জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে৷ সূত্রের খবর, এবার সেখানে একটি রামমন্দির তৈরি করার দাবিও উঠছে৷ পূর্ব মেদিনীপুর জেলার সৈকতনগরী দিঘার সমুদ্র সৈকতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে জগন্নাথ মন্দিরের পর রাম মন্দির গড়ে তোলার আবেদন জানানো হয়৷

   

এই আবেদন লিখিত আকারে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকের কাছে একটি চিঠি জমা করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, রামমন্দির গড়ে তোলার জন্য সরকারপক্ষ শুধু জমিটুকু প্রদান করুক৷ মন্দির বা মেডিটেশন সেন্টার গড়ে তোলার বাকি সব খরচ আবেদনকারীরাই বহন করবেন৷