Mohun Bagan : এবার ড্র, ওডিশার বিপক্ষে পয়েন্ট নষ্ট মোহনবাগানের

আজ কাজে এলো না লড়াই। নির্ধারিত সূচী মেনে আজ কলিঙ্গ স্টেডিয়ামে শক্তিশালী ওডিশা এফসির (Odisha FC ) মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Super Giant)।…

Odisha FC Faces Mohun Bagan

আজ কাজে এলো না লড়াই। নির্ধারিত সূচী মেনে আজ কলিঙ্গ স্টেডিয়ামে শক্তিশালী ওডিশা এফসির (Odisha FC ) মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Super Giant)। ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়লো দুই দাপুটে দল। উল্লেখ্য, বাগান দলের অন্যতম ভরসাযোগ্য তারকা আর্মান্দো সাদিকু আজ একাধিকবার গোলের সুযোগ পেলেও ফিনিশ করতে কার্যত ব্যর্থ থেকেছেন। না হলে অনায়াসেই এই ম্যাচে এগিয়ে যেতে পারত ময়দানের এই প্রধান। কিন্তু তা সম্ভব হয়নি।

তাছাড়া আজকের এই ম্যাচ জিততে পারলে সকলকে পিছনে ফেলে আইএসএল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে আসতো লিস্টনরা। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট নষ্ট করায় টেবিলের তৃতীয় স্থানে নেমে আসতে হল বাগান ব্রিগেডকে। 

   

বলাবাহুল্য, গত হায়দরাবাদ ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে রয়েছে সবুজ-মেরুন। একের পর এক ম্যাচে টানা জয়। সেজন্য, প্রথম লেগের হতাশা ভুলে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে দল। উঠে এসেছে প্রথম চারের লড়াইয়ে। আজ জিতলেই টুর্নামেন্টের লিগলিল্ড জয়ের অনেকটাই কাছে চলে যেত মোহনবাগান। কিন্তু পয়েন্ট নষ্ট করার কিছুটা হলেও চাপ থাকবে তাদের। এবার নিজেদের আসন্ন ম্যাচে জয় পেলে শীর্ষে উঠে আসতে পারে পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসি।

তবে আজকের এই ম্যাচে শুরু থেকেই যথেষ্ট চনমনে থেকেছে মেরিনার্সরা। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে একাধিকবার ফুটবলারা উঠে আসলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারো পক্ষেই। এমনকি আজকে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিলেন সাদিকু। 

কিন্তু কাজের কাজ কিছুই করা সম্ভব হয়নি এই আলবেনিয়ান ফুটবলারের। পরবর্তীতে অজি বিশ্বকাপার জেসন কামিন্স মাঠে আসলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি তার পক্ষে। এমনকি দিমিত্রি পেত্রাতোস বেশ কয়েকবার আক্রমণে উঠে আসলেও ওডিশার জমাট বাঁধা রক্ষণের সামনে কার্যতো থমকে যেতে হয়েছে তাদের।