স্বস্তির বৃষ্টি রাজধানীতে, পশ্চিমবঙ্গেও কালবৈশাখীর সম্ভাবনা

মৌসম ভবনের পূর্বাভাসে বুধবার রাজধানী দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ধুলোঝড় ওঠার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। যে কারণে দিল্লিতে হলুদ সতর্কবার্তা জারি করেছিল মৌসম ভবন। সেই…

মৌসম ভবনের পূর্বাভাসে বুধবার রাজধানী দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ধুলোঝড় ওঠার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। যে কারণে দিল্লিতে হলুদ সতর্কবার্তা জারি করেছিল মৌসম ভবন। সেই সতর্কবার্তা মিলে গিয়ে বুধবার দিল্লিতে বৃষ্টি হল।

 

এদিনের বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তি পেল রাজধানীর মানুষ। বৃষ্টির সঙ্গেই ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে দিল্লিতে। আগামী তিনদিন দিল্লির আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। বুধবার সকাল থেকেই প্রবল বৃষ্টি হয়েছে হায়দরাবাদে। প্রবল বৃষ্টিতে হাঁসফাঁস করা গরম থেকে কিছুটা মুক্তি পেয়েছেন শহরের মানুষ। তবে শহরের শহরের একাধিক এলাকায় জল জমার কারণে নতুন এক সমস্যায় পড়তে হয় মানুষকে।

মৌসম ভবন জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ঝাড়খণ্ড ওড়িশায় আগামী চার দিন হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, পাঞ্জাব থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যার জেরে উত্তর-পূর্ব ভারতে ভারি বৃষ্টিপাত সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই অক্ষরেখার প্রভাবে সিকিম, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মাঝারি মাপের বৃষ্টি হতে পারে। পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশের কোনও কোনও জায়গায়তেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

জম্মু কাশ্মীর, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ ও ৬ মে তেলেঙ্গানা, অন্ধপ্রদেশ, কেরল, তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ওই সমস্ত রাজ্যে ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ৬ মে’র মধ্যে ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিতে পারে। তারপর ওই নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগিয়ে আগামী ৪৮ ঘন্টা আরও শক্তি বাড়াবে। ওই নিম্নচাপের প্রভাবে ৬ ও ৭ মে আন্দামানে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের ও সতর্ক করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিম রাজস্থান, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশের কিছু কিছু অংশে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ বইতে পারে।