Weather: দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা

চৈত্রের মাঝামাঝিতেই গরমে হাসফাঁস দশা রাজ্যবাসীর। কালবৈশাখীর এখন কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ শহরতলীতে গরম আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের ৫ জেলায়…

চৈত্রের মাঝামাঝিতেই গরমে হাসফাঁস দশা রাজ্যবাসীর। কালবৈশাখীর এখন কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ শহরতলীতে গরম আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের ৫ জেলায় ও দক্ষিণবঙ্গের চারটি জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

বুধবার সকালে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বরং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ, ন্যূনতম ৪২ শতাংশ।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে। ৩১ তারিখ থেকে পশ্চিমের চার জেলা- পুরুলিয়া ,বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ হতে পারে। তবে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে।